‘মালার জন্মদিনে’ ঢাকায় গাইতে আসছেন অঞ্জন
‘তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল। আজ ১২ মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল’—‘মালা’ অঞ্জন দত্তের নিছক একটি গানের চরিত্র হলেও গানটির সঙ্গে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রজন্মের আবেগ ও ভালোবাসা। মে মাসের ১২ তারিখ, দিনটিতে যেন একাকার হয়েছে জন্মদিনের সঙ্গে মালার চলে যাও