বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিমান ভেঙে ‘লালন’ ব্যান্ডে ফিরছেন দলনেতা ও ড্রামার থেইন হান মং তিতি। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। গত মার্চে লালন ব্যান্ড ছাড়েন তিতি। ‘ব্যান্ডের চেয়ে ব্যক্তির প্রাধান্য’ বেড়ে যাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন এই ড্রামার। এবার দিলেন ফেরার ইঙ্গিত, তবে তার আগে চেয়েছেন ব্যান্ডে সৃষ্টি হওয়া সংকটগুলোর টেকসই সমাধান।
লালন ব্যান্ডে ফেরার বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ব্যান্ডের কয়েকজন সদস্য আমার সঙ্গে বসতে চাচ্ছিলেন। তিন দিন আগে তাদের সঙ্গে বসেছিলাম। তবে সুমি (ভোকাল) খুলনায় থাকায় সে মিটিংয়ে থাকতে পারেনি। সবাই আমার অভিযোগগুলো সমাধানের চেষ্টা করছে এবং ব্যান্ডে আমাকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও কাজ করছে। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই আবার ফিরতে পারি।’
ব্যান্ডে ফিরলেও তিতির মনে এখনো শঙ্কা রয়েছে। যে অভিযোগগুলো নিয়ে ব্যান্ড ছেড়েছিলেন, চান না তার পুনরাবৃত্তি। তিতি বলেন, ‘যে বিষয়গুলো নিয়ে সংকট, সেসবের টেকসই সমাধান বেশ কঠিন হবে বলেই মনে হয়। তবে যা–ই হোক ভালো কিছু চেষ্টা করাটাই তো আমাদের কাজ। আশা করব বিষয়গুলোর দীর্ঘমেয়াদি সমাধান হবে।’
তিতি ব্যান্ড ছাড়া পর থেকেই বন্ধ আছে লালন ব্যান্ডের সব কার্যক্রম। নতুন কোনো শোতে দেখা যায়নি ব্যান্ডটিকে। কবে থেকে আবার মঞ্চে ফিরছে লালন, এ বিষয়ে তিতি বলেন, ‘কিছুটা সময় লাগবে। এর সঙ্গে বেশ কিছু প্রক্রিয়া জড়িত। একটা ব্যান্ডে অনেক ডিপার্টমেন্ট আছে, নতুন করে সবকিছু শুরু করতে হবে আবার। তবে খুব শিগগিরই প্র্যাকটিসে ফিরব বলে আশা রাখি।’
দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক চুকিয়ে গত মার্চে লালন ব্যান্ড ছাড়েন দলনেতা ও ড্রামার থেইন হান মং তিতি। সবশেষ গত ৯ মার্চ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কনসার্টে শেষবার লালন ব্যান্ডের সঙ্গে বাজান তিতি।
ব্যান্ড ছাড়ার বিষয়ে তখন তিতি আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, সুমির জীবন দর্শনের সঙ্গে দ্বান্দ্বিক অবস্থানের কারণেই এ সিদ্ধান্ত নেন তিনি। বিভিন্ন সময়ে সুমির স্বেচ্ছাচারিতায় ব্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। ‘ব্যান্ডের চেয়ে ব্যক্তির প্রাধান্য’—বিষয়টি তিতিকে তখন কষ্ট দিয়েছিল। এরপরই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
অভিমান ভেঙে ‘লালন’ ব্যান্ডে ফিরছেন দলনেতা ও ড্রামার থেইন হান মং তিতি। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। গত মার্চে লালন ব্যান্ড ছাড়েন তিতি। ‘ব্যান্ডের চেয়ে ব্যক্তির প্রাধান্য’ বেড়ে যাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন এই ড্রামার। এবার দিলেন ফেরার ইঙ্গিত, তবে তার আগে চেয়েছেন ব্যান্ডে সৃষ্টি হওয়া সংকটগুলোর টেকসই সমাধান।
লালন ব্যান্ডে ফেরার বিষয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গত এক সপ্তাহ ধরে ব্যান্ডের কয়েকজন সদস্য আমার সঙ্গে বসতে চাচ্ছিলেন। তিন দিন আগে তাদের সঙ্গে বসেছিলাম। তবে সুমি (ভোকাল) খুলনায় থাকায় সে মিটিংয়ে থাকতে পারেনি। সবাই আমার অভিযোগগুলো সমাধানের চেষ্টা করছে এবং ব্যান্ডে আমাকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও কাজ করছে। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই আবার ফিরতে পারি।’
ব্যান্ডে ফিরলেও তিতির মনে এখনো শঙ্কা রয়েছে। যে অভিযোগগুলো নিয়ে ব্যান্ড ছেড়েছিলেন, চান না তার পুনরাবৃত্তি। তিতি বলেন, ‘যে বিষয়গুলো নিয়ে সংকট, সেসবের টেকসই সমাধান বেশ কঠিন হবে বলেই মনে হয়। তবে যা–ই হোক ভালো কিছু চেষ্টা করাটাই তো আমাদের কাজ। আশা করব বিষয়গুলোর দীর্ঘমেয়াদি সমাধান হবে।’
তিতি ব্যান্ড ছাড়া পর থেকেই বন্ধ আছে লালন ব্যান্ডের সব কার্যক্রম। নতুন কোনো শোতে দেখা যায়নি ব্যান্ডটিকে। কবে থেকে আবার মঞ্চে ফিরছে লালন, এ বিষয়ে তিতি বলেন, ‘কিছুটা সময় লাগবে। এর সঙ্গে বেশ কিছু প্রক্রিয়া জড়িত। একটা ব্যান্ডে অনেক ডিপার্টমেন্ট আছে, নতুন করে সবকিছু শুরু করতে হবে আবার। তবে খুব শিগগিরই প্র্যাকটিসে ফিরব বলে আশা রাখি।’
দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক চুকিয়ে গত মার্চে লালন ব্যান্ড ছাড়েন দলনেতা ও ড্রামার থেইন হান মং তিতি। সবশেষ গত ৯ মার্চ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কনসার্টে শেষবার লালন ব্যান্ডের সঙ্গে বাজান তিতি।
ব্যান্ড ছাড়ার বিষয়ে তখন তিতি আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, সুমির জীবন দর্শনের সঙ্গে দ্বান্দ্বিক অবস্থানের কারণেই এ সিদ্ধান্ত নেন তিনি। বিভিন্ন সময়ে সুমির স্বেচ্ছাচারিতায় ব্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। ‘ব্যান্ডের চেয়ে ব্যক্তির প্রাধান্য’—বিষয়টি তিতিকে তখন কষ্ট দিয়েছিল। এরপরই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
১২ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
১৪ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১৬ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
১৮ ঘণ্টা আগে