বর্তমান সময়ের সংগীতশিল্পী তাসরিফ খান। ‘কুঁড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করেছেন তিনি। শুধু সংগীতশিল্পী হিসেবেই নয়, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্যও তাসরিফ তরুণদের মাঝে জনপ্রিয়।
হঠাৎ একটি দুঃসংবাদ আনলেন তাসরিফ। জটিল অসুখের শিকার হয়েছেন এই শিল্পী। টিউমার ধরা পড়েছে তাঁর ডান চোখে! আর খবরটি প্রকাশ করতেই দুশ্চিন্তা শুরু হয়েছে তার ভক্ত-অনুরাগীদের মনে।
গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে অসুস্থতার কথা জানান তাসরিফ। পোস্টে তাসরিফ লিখেছেন, আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।
তাসরিফের ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা। ভক্তের উদ্দেশ্যে তাসরিফ কমেন্ট বক্সে লিখেছেন, একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে করো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ।
গতবছরের শুরুতেও অসুস্থ হয়েছিলেন তাসরিফ খান। তিনি জানিয়েছিলেন ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। কয়েক মাস বিশ্রাম নিয়ে সেরে ওঠেন তিনি। গান আর মঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে পরেন এই তারকা।
তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত’ গানটি রাতারাতি তাঁকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। অল্প সময়ে গানটি আড়াই লাখবার শেয়ার হয়। গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে উঠে এসেছিল। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি’, ‘ময়না রে’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’ গানগুলো তাসরিফকে আলোচনায় আনে।
বর্তমান সময়ের সংগীতশিল্পী তাসরিফ খান। ‘কুঁড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করেছেন তিনি। শুধু সংগীতশিল্পী হিসেবেই নয়, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্যও তাসরিফ তরুণদের মাঝে জনপ্রিয়।
হঠাৎ একটি দুঃসংবাদ আনলেন তাসরিফ। জটিল অসুখের শিকার হয়েছেন এই শিল্পী। টিউমার ধরা পড়েছে তাঁর ডান চোখে! আর খবরটি প্রকাশ করতেই দুশ্চিন্তা শুরু হয়েছে তার ভক্ত-অনুরাগীদের মনে।
গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে অসুস্থতার কথা জানান তাসরিফ। পোস্টে তাসরিফ লিখেছেন, আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।
তাসরিফের ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা। ভক্তের উদ্দেশ্যে তাসরিফ কমেন্ট বক্সে লিখেছেন, একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে করো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ।
গতবছরের শুরুতেও অসুস্থ হয়েছিলেন তাসরিফ খান। তিনি জানিয়েছিলেন ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। কয়েক মাস বিশ্রাম নিয়ে সেরে ওঠেন তিনি। গান আর মঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে পরেন এই তারকা।
তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত’ গানটি রাতারাতি তাঁকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। অল্প সময়ে গানটি আড়াই লাখবার শেয়ার হয়। গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে উঠে এসেছিল। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি’, ‘ময়না রে’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’ গানগুলো তাসরিফকে আলোচনায় আনে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
২২ মিনিট আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
২ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৪ ঘণ্টা আগে