বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদ উপলক্ষে লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলো নতুন গান। বাউল আবুল সরকারের ‘তুমি যাইয়ো না বন্ধু রে’ শিরোনামের গানটি গেয়েছেন ঐশী। সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে গানটি।
সাধারণত পুরোনো গানকে নতুন সংগীত আয়োজনে উপস্থাপন করা হয় লিভিং রুম সেশনে। সেই ধারাবাহিকতায় এবার এল তুমি যাইও না বন্ধু রে গানটি। গানটি নতুন করে গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে শিল্পী ঐশী বলেন, ‘ফোক গানের প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা অনেক পুরোনো। আবুল সরকারের এই গানটিও আমার পছন্দেরই একটি গান। গানটি করতে পেরে খুব ভালো লেগেছে। এ ধরনের গানগুলো শ্রোতাদের কাছে নতুন করে জনপ্রিয় হয় তবেই আমাদের চেষ্টা সার্থক হবে। আমরা তো কেবল পরিচিত শিল্পীদের নিয়েই কাজ করি, তাঁদের গান শুনি। কিন্তু আবুল সরকারের মতো যারা গুণী সাধক আছেন, তাঁদের নিয়ে কাজ করতে পারলে আমাদের বাংলা গানের ভান্ডার আরও সমৃদ্ধ হবে নিশ্চিত।’
লিভিং রুম সেশনে গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে ঐশী বলেন, ‘পাভেল ভাইয়ের সঙ্গে গান করতে গেলে শুধু কাজই হয় না, ফান হয় অনেক, শেখা যায় গানের নানা বিষয়। লিভিং রুম সেশনে গাইতে গিয়ে মনে হয়েছে সত্যিই কোন লিভিং রুমে বসে আড্ডার ছলে গান গাইছি।’
এ প্রসঙ্গে পাভেল আরিন বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম ঐশী সব সময় যেভাবে গান করে সে স্টাইল থেকে বের করে এনে একটু অন্যভাবে তার গায়কিকে উপস্থাপন করার। আইরিশ ব্লুগ্রাস প্যাটার্নে মিউজিকটা করার চেষ্টা করেছি। আর বাউল আবুল সরকার এমন একজন দার্শনিক ও শিল্পী যে তাঁদের মতো সাধকদের নিয়ে কথা বলার সাহস আমার নেই। গানের কথায় এমন গভীর দর্শন ও জীবনবোধ গানটি করতে ভালো লাগার মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে।’
লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলাম।
লিভিং রুম সেশনের গানগুলোর অডিও প্রোডাকশনের দায়িত্বে আছে বাটার কমিউনিকেশন। গানের ভিডিও নির্মাণ করছেন মারুফ রায়হান।
ঈদ উপলক্ষে লিভিং রুম সেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলো নতুন গান। বাউল আবুল সরকারের ‘তুমি যাইয়ো না বন্ধু রে’ শিরোনামের গানটি গেয়েছেন ঐশী। সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে গানটি।
সাধারণত পুরোনো গানকে নতুন সংগীত আয়োজনে উপস্থাপন করা হয় লিভিং রুম সেশনে। সেই ধারাবাহিকতায় এবার এল তুমি যাইও না বন্ধু রে গানটি। গানটি নতুন করে গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে শিল্পী ঐশী বলেন, ‘ফোক গানের প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা অনেক পুরোনো। আবুল সরকারের এই গানটিও আমার পছন্দেরই একটি গান। গানটি করতে পেরে খুব ভালো লেগেছে। এ ধরনের গানগুলো শ্রোতাদের কাছে নতুন করে জনপ্রিয় হয় তবেই আমাদের চেষ্টা সার্থক হবে। আমরা তো কেবল পরিচিত শিল্পীদের নিয়েই কাজ করি, তাঁদের গান শুনি। কিন্তু আবুল সরকারের মতো যারা গুণী সাধক আছেন, তাঁদের নিয়ে কাজ করতে পারলে আমাদের বাংলা গানের ভান্ডার আরও সমৃদ্ধ হবে নিশ্চিত।’
লিভিং রুম সেশনে গাওয়ার অভিজ্ঞতা জানিয়ে ঐশী বলেন, ‘পাভেল ভাইয়ের সঙ্গে গান করতে গেলে শুধু কাজই হয় না, ফান হয় অনেক, শেখা যায় গানের নানা বিষয়। লিভিং রুম সেশনে গাইতে গিয়ে মনে হয়েছে সত্যিই কোন লিভিং রুমে বসে আড্ডার ছলে গান গাইছি।’
এ প্রসঙ্গে পাভেল আরিন বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম ঐশী সব সময় যেভাবে গান করে সে স্টাইল থেকে বের করে এনে একটু অন্যভাবে তার গায়কিকে উপস্থাপন করার। আইরিশ ব্লুগ্রাস প্যাটার্নে মিউজিকটা করার চেষ্টা করেছি। আর বাউল আবুল সরকার এমন একজন দার্শনিক ও শিল্পী যে তাঁদের মতো সাধকদের নিয়ে কথা বলার সাহস আমার নেই। গানের কথায় এমন গভীর দর্শন ও জীবনবোধ গানটি করতে ভালো লাগার মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে।’
লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, শচীন দেব বর্মণ, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব, ইন্নিমা ও মাশা ইসলাম।
লিভিং রুম সেশনের গানগুলোর অডিও প্রোডাকশনের দায়িত্বে আছে বাটার কমিউনিকেশন। গানের ভিডিও নির্মাণ করছেন মারুফ রায়হান।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১৬ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১৬ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১৬ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১৬ ঘণ্টা আগে