বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল। আজ ১২ মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল’—‘মালা’ অঞ্জন দত্তের নিছক একটি গানের চরিত্র হলেও গানটির সঙ্গে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রজন্মের আবেগ ও ভালোবাসা। মে মাসের ১২ তারিখ, দিনটিতে যেন একাকার হয়েছে জন্মদিনের সঙ্গে মালার চলে যাওয়া। অঞ্জন এবার ঢাকার ভক্তদের নিয়ে স্মরণ করবেন মালাকে, সঙ্গে উদ্যাপন করবেন মালার জন্মদিন। তবে ১২ মে নয়, এর একদিন আগে ১১ মে ঢাকায় গাইতে আসবেন অঞ্জন।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তের কনসার্টের ঘোষণা দিয়েছে আর্কলাইট ইভেন্টস। গতকাল রোববার আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’ শিরোনামের কনসার্টে গাইতে ঢাকায় গাইতে আসছেন অঞ্জন দত্ত। সঙ্গে আরও জানানো হয়, এদিন অঞ্জনের সঙ্গে আরও গাইবে জনপ্রিয় ব্যান্ডদল কাকতাল ও সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৩ হাজার ৫০০ টাকা। কনসার্টটির ভেন্যু ঢাকার পূর্বাচলের ঢাকা এরিনা।
আয়োজনটি নিয়ে আজকের পত্রিকাকে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ বলেন, ‘আগামী ১১ মে মালার জন্মদিনে ঢাকায় গাইতে আসবেন অঞ্জন দত্ত। ১২ মে দিনটি অঞ্জন দত্তের ভক্তদের জন্য বিশেষ, এদিন মালার জন্মদিন। মালার জন্মদিনের আগেরদিন অর্থাৎ ১১ মে ঢাকার কনসার্টে আমরা সবাই অঞ্জনের সঙ্গে গলা মেলাব। কনসার্ট শেষ হবে ‘মালা’ গানটি দিয়ে, আর এরপরই আমরা মালার জন্মদিনের কেক কাটব।’
প্রসঙ্গত, দুই বাংলার অনেক তরুণ, বা তারুণ্য পেরিয়ে যাওয়া অনেকেই ১২ মে মালার জন্মদিন পালন করেছেন বা করেন। আবার অনেকের কাছে সেদিন চলে যাওয়ায় দিনটি বিষাদের। কিন্তু কে এই মালা? এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বছরের পর বছর পেরিয়ে গেলেও। অঞ্জনের এই গানের সুর মৌলিক নয়, তা নিজেই জানিয়েছেন বিভিন্ন সময়। পিটার সারস্টেডের ‘হোয়্যার ডু ইউ গো টু মাই লাভলি’ গান থেকেই জন্ম নিয়েছে ‘মালা’। মানে পিটারের গানের সুরে ভেসে এসেছিল যে চরিত্র, তাঁর নাম মেরি। সেই একই সুরের ওপর অঞ্জন দত্ত নির্মাণ করেন মালাকে।
উল্লেখ্য, গত মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে বানানো ‘চালচিত্র এখন’ চলচ্চিত্র নিয়ে এসেছিলেন অঞ্জন। সঙ্গে মাস্টারক্লাসও নিয়েছেন তিনি, পাশাপাশি গানও গান তিনি।
‘তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল। আজ ১২ মে তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল’—‘মালা’ অঞ্জন দত্তের নিছক একটি গানের চরিত্র হলেও গানটির সঙ্গে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রজন্মের আবেগ ও ভালোবাসা। মে মাসের ১২ তারিখ, দিনটিতে যেন একাকার হয়েছে জন্মদিনের সঙ্গে মালার চলে যাওয়া। অঞ্জন এবার ঢাকার ভক্তদের নিয়ে স্মরণ করবেন মালাকে, সঙ্গে উদ্যাপন করবেন মালার জন্মদিন। তবে ১২ মে নয়, এর একদিন আগে ১১ মে ঢাকায় গাইতে আসবেন অঞ্জন।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তের কনসার্টের ঘোষণা দিয়েছে আর্কলাইট ইভেন্টস। গতকাল রোববার আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’ শিরোনামের কনসার্টে গাইতে ঢাকায় গাইতে আসছেন অঞ্জন দত্ত। সঙ্গে আরও জানানো হয়, এদিন অঞ্জনের সঙ্গে আরও গাইবে জনপ্রিয় ব্যান্ডদল কাকতাল ও সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।
আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৩ হাজার ৫০০ টাকা। কনসার্টটির ভেন্যু ঢাকার পূর্বাচলের ঢাকা এরিনা।
আয়োজনটি নিয়ে আজকের পত্রিকাকে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ বলেন, ‘আগামী ১১ মে মালার জন্মদিনে ঢাকায় গাইতে আসবেন অঞ্জন দত্ত। ১২ মে দিনটি অঞ্জন দত্তের ভক্তদের জন্য বিশেষ, এদিন মালার জন্মদিন। মালার জন্মদিনের আগেরদিন অর্থাৎ ১১ মে ঢাকার কনসার্টে আমরা সবাই অঞ্জনের সঙ্গে গলা মেলাব। কনসার্ট শেষ হবে ‘মালা’ গানটি দিয়ে, আর এরপরই আমরা মালার জন্মদিনের কেক কাটব।’
প্রসঙ্গত, দুই বাংলার অনেক তরুণ, বা তারুণ্য পেরিয়ে যাওয়া অনেকেই ১২ মে মালার জন্মদিন পালন করেছেন বা করেন। আবার অনেকের কাছে সেদিন চলে যাওয়ায় দিনটি বিষাদের। কিন্তু কে এই মালা? এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বছরের পর বছর পেরিয়ে গেলেও। অঞ্জনের এই গানের সুর মৌলিক নয়, তা নিজেই জানিয়েছেন বিভিন্ন সময়। পিটার সারস্টেডের ‘হোয়্যার ডু ইউ গো টু মাই লাভলি’ গান থেকেই জন্ম নিয়েছে ‘মালা’। মানে পিটারের গানের সুরে ভেসে এসেছিল যে চরিত্র, তাঁর নাম মেরি। সেই একই সুরের ওপর অঞ্জন দত্ত নির্মাণ করেন মালাকে।
উল্লেখ্য, গত মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে বানানো ‘চালচিত্র এখন’ চলচ্চিত্র নিয়ে এসেছিলেন অঞ্জন। সঙ্গে মাস্টারক্লাসও নিয়েছেন তিনি, পাশাপাশি গানও গান তিনি।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
২৬ মিনিট আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
১ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
২০ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
২১ ঘণ্টা আগে