Ajker Patrika

‘চিঠি’র নতুন গান নিয়ে আসছে সহজিয়া

‘চিঠি’র নতুন গান নিয়ে আসছে সহজিয়া

শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছে সহজিয়া ব্যান্ড। ‘আয়না’ শিরোনামের গানটি লিখেছেন ব্যান্ডের ভোকাল রাজীব আহমেদ রাজু। এটি ব্যান্ডের তৃতীয় অ্যালবাম ‘চিঠি’র চতুর্থ গান। এর আগে এই অ্যালবামের ‘চলে যাও’, ‘অচেনা শহর’ ও ‘ফেরা’ শিরোনামের তিনটি গান প্রকাশিত হয়েছে।

নতুন এই গান নিয়ে সহজিয়া ব্যান্ডের রাজু বলেন, ‘আমাদের একধরনের আয়না আছে, যেখানে নিজের বাহ্যিক রূপ দেখা যায়। আরেক ধরনের আয়না আছে—বিবেকের আয়না বা অন্তরের আয়না; যেখানে নিজের ভেতরের রূপ দেখা যায়। সেই আয়নায় নিজের সঙ্গে কথা বলা যায়। আয়না গানে এ ব্যাপারটাই তুলে ধরার চেষ্টা করেছি। এটা আমার অনেক পছন্দের গান। শ্রোতাদেরও ভালো লাগবে।’

আগামী সপ্তাহের শেষ দিকে সহজিয়া ব্যান্ডের ইউটিউব চ্যানেলে আয়না গানটি প্রকাশিত হবে। চিঠি অ্যালবামের প্রথম গান ফেরা প্রকাশ পেয়েছিল ৩ বছর আগে। সেই গানে সহজিয়ার সঙ্গে ছিল লালন ব্যান্ড। পরের গানগুলো সহজিয়ার একক গান। বাকি গানগুলোও নিজেরা করার পরিকল্পনা করছেন বলে জানান রাজু। কবে নাগাদ তৃতীয় অ্যালবামের বাকি গানগুলো প্রকাশ পাবে, এমন প্রশ্নে রাজু বলেন, ‘এই অ্যালবামে মোট ১২টি গান থাকবে। আয়না নিয়ে মোট ৪টি গান প্রকাশ পাচ্ছে। বাকি থাকবে ৮টি গান। ইচ্ছা আছে প্রতি তিন থেকে চার মাসের ব্যবধানে একটি গান প্রকাশ করার।’

২০০৯ সালে প্রতিষ্ঠিত সহজিয়া ব্যান্ড তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করেছিল ২০১৩ সালে। ‘রঙমিস্ত্রি’ শিরোনামের অ্যালবামটি সাজানো হয়েছিল ৯টি গানে। পাঁচ বছর বিরতি দিয়ে প্রকাশ পেয়েছিল সহজিয়ার দ্বিতীয় অ্যালবাম ‘ঘোড়া’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত