‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’-এর মঞ্চে গাইবেন জেমস
গত বছরের সফলতার পর টানা দ্বিতীয়বারের মতো রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২ ’। সিনটিয়া এবং ফুল সার্কেল ক্রিয়েটিভস-এর আয়োজনে নগরবাউল জেমস, আর্টসেল, ক্রিপটিক ফেইট, এ্যাভোয়েডরাফা, বে অব বেঙ্গল, শার্পনেল মেথড, সোনার বাংলা সার্কাস, ক্যালিপ্সো, ক্রাঞ্চ-এর মতো জনপ্রি