Ajker Patrika

ঢাকায় মেঘদলের একক কনসার্ট ‘শরতে মেঘদল’

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৮: ৫৯
ঢাকায় মেঘদলের একক কনসার্ট ‘শরতে মেঘদল’

ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘শরতে মেঘদল’ শিরোনামে তাদের একক কনসার্টের আয়োজন করতে চলেছে জনপ্রিয় ব্যান্ডদল ‘মেঘদল’। ১৩ অক্টোবর, শুক্রবার এই বিশেষ একক কনসার্ট অনুষ্ঠিত হবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এই কনসার্টে তারা তাদের নতুন ও পুরোনো গানগুলো শ্রোতাদের সামনে হাজির করবে। মেঘদল তার পথচলার ২০ বছর অতিক্রম করেছে। সেই পথচলার গল্পগুলোও উঠে আসবে এই সন্ধ্যায়।

এক ভিডিও বার্তায় মেঘদল জানিয়েছে, ‘আমাদের এই ২০ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের কাছে। সাধারণ কনসার্টে স্বল্প পরিসরে আমরা অনেক গান শোনাতে পারি না। অনেক গল্প না বলা থাকে। এই কনসার্টটি মূলত সেই গল্পের, সেই গানের; যারা আসলে মেঘদলকে ভালোবাসেন, মেঘদলের গানের-সুরের-কথার সঙ্গে আছেন এবং থাকবেন; তাদের জন্যই এই কনসার্ট।’

‘শরতে মেঘদল’ কনসার্টের পোস্টার। ছবি: সংগৃহীতএই কনসার্টের তারিখ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তাঁদের অধিকাংশই মনে করেন প্রতিটা ব্যান্ডেরই উচিত নিয়মিত একক কনসার্টের আয়োজন করা।

 ‘ইভেন্টহোলিক’-এর উদ্যোগে আয়োজিত এই কনসার্টের টিকিট ইতিমধ্যে সোল্ড আউট। ইভেন্টের সকল তথ্য পাওয়া যাবে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত