ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘শরতে মেঘদল’ শিরোনামে তাদের একক কনসার্টের আয়োজন করতে চলেছে জনপ্রিয় ব্যান্ডদল ‘মেঘদল’। ১৩ অক্টোবর, শুক্রবার এই বিশেষ একক কনসার্ট অনুষ্ঠিত হবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এই কনসার্টে তারা তাদের নতুন ও পুরোনো গানগুলো শ্রোতাদের সামনে হাজির করবে। মেঘদল তার পথচলার ২০ বছর অতিক্রম করেছে। সেই পথচলার গল্পগুলোও উঠে আসবে এই সন্ধ্যায়।
এক ভিডিও বার্তায় মেঘদল জানিয়েছে, ‘আমাদের এই ২০ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের কাছে। সাধারণ কনসার্টে স্বল্প পরিসরে আমরা অনেক গান শোনাতে পারি না। অনেক গল্প না বলা থাকে। এই কনসার্টটি মূলত সেই গল্পের, সেই গানের; যারা আসলে মেঘদলকে ভালোবাসেন, মেঘদলের গানের-সুরের-কথার সঙ্গে আছেন এবং থাকবেন; তাদের জন্যই এই কনসার্ট।’
এই কনসার্টের তারিখ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তাঁদের অধিকাংশই মনে করেন প্রতিটা ব্যান্ডেরই উচিত নিয়মিত একক কনসার্টের আয়োজন করা।
‘ইভেন্টহোলিক’-এর উদ্যোগে আয়োজিত এই কনসার্টের টিকিট ইতিমধ্যে সোল্ড আউট। ইভেন্টের সকল তথ্য পাওয়া যাবে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে।
ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘শরতে মেঘদল’ শিরোনামে তাদের একক কনসার্টের আয়োজন করতে চলেছে জনপ্রিয় ব্যান্ডদল ‘মেঘদল’। ১৩ অক্টোবর, শুক্রবার এই বিশেষ একক কনসার্ট অনুষ্ঠিত হবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এই কনসার্টে তারা তাদের নতুন ও পুরোনো গানগুলো শ্রোতাদের সামনে হাজির করবে। মেঘদল তার পথচলার ২০ বছর অতিক্রম করেছে। সেই পথচলার গল্পগুলোও উঠে আসবে এই সন্ধ্যায়।
এক ভিডিও বার্তায় মেঘদল জানিয়েছে, ‘আমাদের এই ২০ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের কাছে। সাধারণ কনসার্টে স্বল্প পরিসরে আমরা অনেক গান শোনাতে পারি না। অনেক গল্প না বলা থাকে। এই কনসার্টটি মূলত সেই গল্পের, সেই গানের; যারা আসলে মেঘদলকে ভালোবাসেন, মেঘদলের গানের-সুরের-কথার সঙ্গে আছেন এবং থাকবেন; তাদের জন্যই এই কনসার্ট।’
এই কনসার্টের তারিখ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির ভক্তদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তাঁদের অধিকাংশই মনে করেন প্রতিটা ব্যান্ডেরই উচিত নিয়মিত একক কনসার্টের আয়োজন করা।
‘ইভেন্টহোলিক’-এর উদ্যোগে আয়োজিত এই কনসার্টের টিকিট ইতিমধ্যে সোল্ড আউট। ইভেন্টের সকল তথ্য পাওয়া যাবে ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে।
চোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
৩ ঘণ্টা আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১৩ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১৩ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১৫ ঘণ্টা আগে