গতকাল শুক্রবারের রাতে ‘কোক স্টুডিও বাংলা’র সুরের জাদুতে হারিয়ে গিয়েছিল ঢাকা। ১০০ জনের বেশি শিল্পীর পরিবেশনা দেখতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার ভক্ত।
দুপুর দেড়টায় গেট খোলার পর থেকেই সংগীতপ্রেমীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। আয়োজনের শুরুতেই অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে নিয়ে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করেন উপস্থাপক ও স্ট্যান্ডআপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী ও জুনায়েদ রাব্বানী। এরপর কোক স্টুডিও বাংলার গানের সঙ্গে বিশেষ একটি পরিবেশনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পরেই নিজেদের শ্রোতাপ্রিয় গানগুলো নিয়ে মঞ্চে আসে ‘হাতিরপুল সেশনস’। সূর্যাস্ত পর্যন্ত দর্শক তাদের গান উপভোগ করেন।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে ‘নাসেক নাসেক’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করে কোক স্টুডিও বাংলা। কনসার্টটি পাঁচটি অংশে বিভক্ত ছিল, যেখানে প্রতিটি অংশে দর্শক মুগ্ধ হয়ে কোক স্টুডিও বাংলার প্রথম ও দ্বিতীয় সিজনের গানগুলো উপভোগ করেন। কনসার্টে পরিবেশিত গানগুলো শুধু এই কনসার্টের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়। এর জন্য মূল গানগুলোর কথার সঙ্গে নতুন কিছু চরণ যুক্ত করা হয়েছে।
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘কোক স্টুডিও বাংলা সব সময়ই নতুন কিছু করার, বাংলা সংগীতকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করে এসেছে। ভক্তদের সরাসরি সেই অনন্য সুরের স্বাদ উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। যে পরিমাণ ভক্ত কনসার্টে উপস্থিত হয়েছেন আর যে ভালোবাসা তাঁরা আমাদের দেখিয়েছেন, এতে আমরা সত্যি খুবই আনন্দিত। এই ভালোবাসা ভক্তদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসতে আমাদের উৎসাহিত করবে।’
কনসার্টের পুরো সময় দর্শক প্রথম ও দ্বিতীয় সিজনে তাঁদের পছন্দের গানগুলোর বিশেষ কনসার্ট সংস্করণ উপভোগ করেন। গানের সঙ্গে সঙ্গে আরও ছিল প্রসিদ্ধ নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার পরিচালনায় নৃত্যাঞ্চল নৃত্য দল এবং ম্যাশ-মাহবুব কোরিওগ্রাফির অসাধারণ নৃত্য। এতে গানগুলোতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। কোক স্টুডিও বাংলার শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের দুর্দান্ত পরিবেশনাও সবার মন জয় করে নিয়েছে। কনসার্টে ৪০টির বেশি গান পরিবেশন করা হয়।
কোকা-কোলা বাংলাদেশের হেড অব মার্কেটিং আবীর রাজবীন বলেন, ‘দুই সিজনে ভক্তদের কাছ থেকে আমরা অসাধারণ ভালোবাসা ও সমর্থন পেয়েছি। কনসার্টে উপস্থিত দর্শকদের সংখ্যা এবং যেভাবে তারা আয়োজনটি উপভোগ করেছেন, তা কোক স্টুডিও বাংলার প্রতি তাদের ভালোবাসাই প্রমাণ করে। এই ভক্তরাই আমাদের নতুন কিছু, আরও ভালো কিছু করার প্রেরণা জোগান।’
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করার পর প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। বাংলা সংগীত ও সংস্কৃতির চোখের আড়ালে থাকা রত্নগুলো সবার সামনে তুলে ধরেছে প্ল্যাটফর্মটি। এর ফলে বিশেষত তরুণ প্রজন্মের সংগীত অনুরাগীরা বাংলা সংগীতের মনোমুগ্ধকর জগৎটিকে উপভোগ করতে পেরেছেন। দুই সিজনজুড়েই ভক্তরা এই প্ল্যাটফর্মের প্রতি তাঁদের ভালোবাসা জানিয়েছেন। তাঁদের এই সমর্থন ও ভালোবাসাকে স্বীকৃতি দেওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম হিসেবে কোক স্টুডিও বাংলা লাইভের আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবারের রাতে ‘কোক স্টুডিও বাংলা’র সুরের জাদুতে হারিয়ে গিয়েছিল ঢাকা। ১০০ জনের বেশি শিল্পীর পরিবেশনা দেখতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার ভক্ত।
দুপুর দেড়টায় গেট খোলার পর থেকেই সংগীতপ্রেমীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেন। আয়োজনের শুরুতেই অতিথিদের স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে নিয়ে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করেন উপস্থাপক ও স্ট্যান্ডআপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী ও জুনায়েদ রাব্বানী। এরপর কোক স্টুডিও বাংলার গানের সঙ্গে বিশেষ একটি পরিবেশনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পরেই নিজেদের শ্রোতাপ্রিয় গানগুলো নিয়ে মঞ্চে আসে ‘হাতিরপুল সেশনস’। সূর্যাস্ত পর্যন্ত দর্শক তাদের গান উপভোগ করেন।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে ‘নাসেক নাসেক’ গানটি দিয়ে পরিবেশনা শুরু করে কোক স্টুডিও বাংলা। কনসার্টটি পাঁচটি অংশে বিভক্ত ছিল, যেখানে প্রতিটি অংশে দর্শক মুগ্ধ হয়ে কোক স্টুডিও বাংলার প্রথম ও দ্বিতীয় সিজনের গানগুলো উপভোগ করেন। কনসার্টে পরিবেশিত গানগুলো শুধু এই কনসার্টের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়। এর জন্য মূল গানগুলোর কথার সঙ্গে নতুন কিছু চরণ যুক্ত করা হয়েছে।
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘কোক স্টুডিও বাংলা সব সময়ই নতুন কিছু করার, বাংলা সংগীতকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করে এসেছে। ভক্তদের সরাসরি সেই অনন্য সুরের স্বাদ উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। যে পরিমাণ ভক্ত কনসার্টে উপস্থিত হয়েছেন আর যে ভালোবাসা তাঁরা আমাদের দেখিয়েছেন, এতে আমরা সত্যি খুবই আনন্দিত। এই ভালোবাসা ভক্তদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসতে আমাদের উৎসাহিত করবে।’
কনসার্টের পুরো সময় দর্শক প্রথম ও দ্বিতীয় সিজনে তাঁদের পছন্দের গানগুলোর বিশেষ কনসার্ট সংস্করণ উপভোগ করেন। গানের সঙ্গে সঙ্গে আরও ছিল প্রসিদ্ধ নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার পরিচালনায় নৃত্যাঞ্চল নৃত্য দল এবং ম্যাশ-মাহবুব কোরিওগ্রাফির অসাধারণ নৃত্য। এতে গানগুলোতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। কোক স্টুডিও বাংলার শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের দুর্দান্ত পরিবেশনাও সবার মন জয় করে নিয়েছে। কনসার্টে ৪০টির বেশি গান পরিবেশন করা হয়।
কোকা-কোলা বাংলাদেশের হেড অব মার্কেটিং আবীর রাজবীন বলেন, ‘দুই সিজনে ভক্তদের কাছ থেকে আমরা অসাধারণ ভালোবাসা ও সমর্থন পেয়েছি। কনসার্টে উপস্থিত দর্শকদের সংখ্যা এবং যেভাবে তারা আয়োজনটি উপভোগ করেছেন, তা কোক স্টুডিও বাংলার প্রতি তাদের ভালোবাসাই প্রমাণ করে। এই ভক্তরাই আমাদের নতুন কিছু, আরও ভালো কিছু করার প্রেরণা জোগান।’
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করার পর প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। বাংলা সংগীত ও সংস্কৃতির চোখের আড়ালে থাকা রত্নগুলো সবার সামনে তুলে ধরেছে প্ল্যাটফর্মটি। এর ফলে বিশেষত তরুণ প্রজন্মের সংগীত অনুরাগীরা বাংলা সংগীতের মনোমুগ্ধকর জগৎটিকে উপভোগ করতে পেরেছেন। দুই সিজনজুড়েই ভক্তরা এই প্ল্যাটফর্মের প্রতি তাঁদের ভালোবাসা জানিয়েছেন। তাঁদের এই সমর্থন ও ভালোবাসাকে স্বীকৃতি দেওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম হিসেবে কোক স্টুডিও বাংলা লাইভের আয়োজন করা হয়েছে।
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
১ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
৩ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
৩ ঘণ্টা আগে