Ajker Patrika

‘শিগগির সেরে উঠব, চিন্তা করবেন না’ হাসপাতাল থেকে বললেন কবীর সুমন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ২০: ২৮
‘শিগগির সেরে উঠব, চিন্তা করবেন না’ হাসপাতাল থেকে বললেন কবীর সুমন

শ্বাসকষ্ট নিয়ে আজ সোমবার বেলা ৩টার দিকে হাসপাতালে ভর্তি হন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। কলকাতা মেডিকেল কলেজের সিসিইউতে রাখা হয়েছে তাঁকে। এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পীর অনুরাগীরা। সন্ধ্যার দিকে কবীর সুমন নিজেই তাঁর অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের চিন্তা করতে বারণ করলেন। ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগির সেরে উঠব, চিন্তা করবেন না।’

কবীর সুমন। ছবি: সংগৃহীত কলকাতার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কবীর সুমন অসুস্থ। আজ বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মেডিসিন ও হৃদ্‌রোগ বিভাগের চিকিৎসকেরা শিল্পীর চিকিৎসা করছেন। আপাতত সুমনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

কবীর সুমন। ছবি: সংগৃহীত গত বছরের নভেম্বরে চার দিনের বাংলা খেয়াল কর্মশালা উপলক্ষে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। তাঁর প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এই অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাইয়ের ৩০ বছর উদ্‌যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত