সেঞ্চুরি হাতছাড়া তানজিদের, চাপে বাংলাদেশ
লাহিরু কুমারার আক্রমণ যেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না বাংলাদেশি ব্যাটাররা। এনামুল হক বিজয়কে (১২) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙা, এরপর লঙ্কান পেসার একে একে ফিরিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১), তাওহীদ হৃদয় (২২) ও মাহমুদউল্লাহ রিয়াদকে (১)।