Ajker Patrika

সেই নাহিদ রানা ভাঙলেন লঙ্কানদের উদ্বোধনী জুটি

ক্রীড় ডেস্ক 
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮: ৫৯
সেই নাহিদ রানা ভাঙলেন লঙ্কানদের উদ্বোধনী জুটি

চা-বিরতির আগে বাংলাদেশকে একটুর জন্য হলেও স্বস্তি এনে দিলেন নাহিদ রানা। দলের এই গতিতারকা আবারও এনে দিয়েছেন ব্রেকথ্রু। ভেঙেছেন শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। 

লঙ্কানদের ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে নাহিদের চমৎকার চতুর্থ ডেলিভারিটি নিশান মাদুশকার (১০) ব্যাট ছুঁয়ে এসে বন্দী হয় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। এর পরপরই চা-বিরতিতে যায় দুই দল। 

৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা চা-বিরতিতে গেছে ১ উইকেট ১৯ রান করে। লিড নিয়েছে ১১১ রান। ব্যাটিংয়ে আছেন দিমুত করুনারত্নে (১০) ও উইকেটরক্ষক কুশল মেন্ডিস (০)। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে থামে ১৮৮ রানে। 

৩ উইকেটে ৩২ রান নিয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকেরা। ওপেনার মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম আগের দিন পার করেছিলেন। তবে দ্বিতীয় দিনের শুরুতে ভাঙে এই জুটি। ৯ রান নিয়ে দিন শুরু করা জয় ফেরেন ১২ রানে। তবে একলা লড়াই করেছেন তাইজুল। 

গতকাল নাইটওয়াচম্যান হিসেবে নামলেও আজ ৮০ বলে ৪৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের ইনিংসটাকে যা একটু ভদ্রস্থ রূপ দেন এই স্পিনার। দলের সর্বোচ্চ রানও তাঁর। ৬ উইকেটে ১৩২ রানে মধ্যাহ্নভোজে যাওয়া বাংলাদেশের পরের চার উইকেট হারাতে বেশিক্ষণ লাগেনি। 

নাহিদ রানা ফেরালেন মাদুশকাকেসিলেট টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাহিদের। গতকাল লঙ্কানদের দুই সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসকে ফেরান তিনি। পরে নিজের তৃতীয় উইকেট হিসেবে আউট করেন প্রবাথ জয়াসুরিয়াকেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত