বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের আশা আর পূরণ হলো না। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্যের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ তাড়া করতে পারবে। আজ সেটা পার হয়ে এখন পর্যন্ত ৩২৫ রানে দাঁড়িয়েছে।
লাঞ্চের পর শ্রীলঙ্কার লিড যে ৩২৫ রানেও থামছে না, সেটা না বললেও চলে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষের আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
সিলেটে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন ধনঞ্জয়া-কামিন্দু। ৫০ রান করে অপরাজিত আছেন কামিন্দু। অন্যদিকে ৮৫ রান করে এখন জোড়া সেঞ্চুরির পথে অধিনায়ক ধনঞ্জয়া। সকালে অবশ্য তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১১৯ রানে দিন শুরু করতে নামা গত দিনের দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ও বিশ্ব ফার্নান্দো আজ দলীয় রানের সঙ্গে ৭ রান যোগ করতে পেরেছেন।
নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্বকে আজ ব্যক্তিগত ৪ রানে আউট করে দিনের শুরুটা করেছিলেন খালেদ আহমেদ। কিন্তু দিনের তৃতীয় ওভারে পাওয়া সেই উইকেটই যে প্রথম সেশনের একমাত্র সাফল্য হবে, সেটা হয়তো কখনো ভাবেননি বাংলাদেশি বোলাররা।
স্বাগতিক বোলারদের উইকেট না পাওয়ার সেই হতাশা দিয়েছেন ধনঞ্জয়া ও কামিন্দু। প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়া দুই ব্যাটার আজ ১০৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন। লক্ষ্যে তাড়া করার হিসাবে এমনিতেই শ্রীলঙ্কার ৩২৫ রানের লিড বাংলাদেশের নাগালের বাইরে। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর শ্রীলঙ্কা আরও কত বড় লক্ষ্য দেবে, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের আশা আর পূরণ হলো না। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্যের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ তাড়া করতে পারবে। আজ সেটা পার হয়ে এখন পর্যন্ত ৩২৫ রানে দাঁড়িয়েছে।
লাঞ্চের পর শ্রীলঙ্কার লিড যে ৩২৫ রানেও থামছে না, সেটা না বললেও চলে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষের আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
সিলেটে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন ধনঞ্জয়া-কামিন্দু। ৫০ রান করে অপরাজিত আছেন কামিন্দু। অন্যদিকে ৮৫ রান করে এখন জোড়া সেঞ্চুরির পথে অধিনায়ক ধনঞ্জয়া। সকালে অবশ্য তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১১৯ রানে দিন শুরু করতে নামা গত দিনের দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ও বিশ্ব ফার্নান্দো আজ দলীয় রানের সঙ্গে ৭ রান যোগ করতে পেরেছেন।
নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্বকে আজ ব্যক্তিগত ৪ রানে আউট করে দিনের শুরুটা করেছিলেন খালেদ আহমেদ। কিন্তু দিনের তৃতীয় ওভারে পাওয়া সেই উইকেটই যে প্রথম সেশনের একমাত্র সাফল্য হবে, সেটা হয়তো কখনো ভাবেননি বাংলাদেশি বোলাররা।
স্বাগতিক বোলারদের উইকেট না পাওয়ার সেই হতাশা দিয়েছেন ধনঞ্জয়া ও কামিন্দু। প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়া দুই ব্যাটার আজ ১০৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন। লক্ষ্যে তাড়া করার হিসাবে এমনিতেই শ্রীলঙ্কার ৩২৫ রানের লিড বাংলাদেশের নাগালের বাইরে। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর শ্রীলঙ্কা আরও কত বড় লক্ষ্য দেবে, সেটাই এখন দেখার বিষয়।
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে