Ajker Patrika

বাংলাদেশকে কত রানের লক্ষ্য দেবে শ্রীলঙ্কা

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৩: ৫১
বাংলাদেশকে কত রানের লক্ষ্য দেবে শ্রীলঙ্কা

বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের আশা আর পূরণ হলো না। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছিলেন, শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্যের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ তাড়া করতে পারবে। আজ সেটা পার হয়ে এখন পর্যন্ত ৩২৫ রানে দাঁড়িয়েছে। 

লাঞ্চের পর শ্রীলঙ্কার লিড যে ৩২৫ রানেও থামছে না, সেটা না বললেও চলে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষের আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৩৩ রান তুলেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। 

সিলেটে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন ধনঞ্জয়া-কামিন্দু। ৫০ রান করে অপরাজিত আছেন কামিন্দু। অন্যদিকে ৮৫ রান করে এখন জোড়া সেঞ্চুরির পথে অধিনায়ক ধনঞ্জয়া। সকালে অবশ্য তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১১৯ রানে দিন শুরু করতে নামা গত দিনের দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ও বিশ্ব ফার্নান্দো আজ দলীয় রানের সঙ্গে ৭ রান যোগ করতে পেরেছেন। 

নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্বকে আজ ব্যক্তিগত ৪ রানে আউট করে দিনের শুরুটা করেছিলেন খালেদ আহমেদ। কিন্তু দিনের তৃতীয় ওভারে পাওয়া সেই উইকেটই যে প্রথম সেশনের একমাত্র সাফল্য হবে, সেটা হয়তো কখনো ভাবেননি বাংলাদেশি বোলাররা।

স্বাগতিক বোলারদের উইকেট না পাওয়ার সেই হতাশা দিয়েছেন ধনঞ্জয়া ও কামিন্দু। প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়া দুই ব্যাটার আজ ১০৭ রানের জুটি গড়ে ক্রিজে আছেন। লক্ষ্যে তাড়া করার হিসাবে এমনিতেই শ্রীলঙ্কার ৩২৫ রানের লিড বাংলাদেশের নাগালের বাইরে। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর শ্রীলঙ্কা আরও কত বড় লক্ষ্য দেবে, সেটাই এখন দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত