Ajker Patrika

প্রথম সেশনে শ্রীলঙ্কার উইকেটই নিতে পারল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২: ৪৮
প্রথম সেশনে শ্রীলঙ্কার উইকেটই নিতে পারল না বাংলাদেশ

নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের প্রথম সেশনটা কাটল হতাশায়। পুরো সেশনে ২৭ ওভার বোলিং করে কোনো উইকেটই নিতে পারেননি স্বাগতিক বোলাররা। সেশনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান।

ইতিমধ্যে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন মাদুশকা। ৫৫ রানে অপরাজিত আছেন এই ওপেনার। তাঁর সঙ্গে করুনারত্নে ব্যাটিং করছেন ৩৩ রানে।

এ জুটি অবশ্য ১৩ রানেই ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় যদি মাদুশকার ক্যাচটা হাতে জমা করতে পারতেন। ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদের করা বলে স্লিপে মাদুশকার সহজ ক্যাচ নিতে পারেননি জয়। জীবন পেয়ে দারুণ ব্যাটিং করছেন উদ্বোধনী ব্যাটার। 

এরপর ১৬তম ওভারে করুনারত্নেকে রানআউট করার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সময় পেয়েও মেহেদী হাসান মিরাজ ব্যর্থ হয়েছেন ডিরেক্ট হিটে আউট করতে।

দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। এই টেস্টে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। চোটে পড়া কাসুন রাজিতার জায়গায় সুযোগ পেয়েছেন আসিতা ফার্নান্দো। বিপরীতে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে খেলছে। পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা নেই দ্বিতীয় টেস্টের একাদশে। তাদের পরিবর্তে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ সুযোগ পেয়েছেন। এই টেস্ট দিয়েই দীর্ঘ সংস্করণে অভিষেক হয়েছে হাসানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত