Ajker Patrika

লিটন বাদ, হঠাৎ ওয়ানডে দলে জাকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৫: ২৬
লিটন বাদ, হঠাৎ ওয়ানডে দলে জাকের

ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরোতে পারছেন না লিটন দাস। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই ফিরেছেন শূন্য রানে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে দুই ম্যাচের দৃশ্যপটও একই। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক। আর দ্বিতীয় ম্যাচে আরেকবার রানের খাতা খোলার আগে বিদায়। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। 

জাকেরের অন্তর্ভুক্তি এবং লিটনের বাদ পড়ার ব্যাখ্যায় বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘সিরিজটি এখন ভারসাম্যের সঙ্গে ঝুলছে, আমরা বিশ্বাস করি, মিডল অর্ডারে বিকল্প হিসেবে জাকের আলীর সংযোজন দলকে আরও শক্তিশালী করবে।’ 

লিটনের ব্যাপারে লিপুর ব্যাখ্যা, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করে আমরা এই পরিবর্তনটি বেছে নিয়েছি। স্কোয়াডে আরও দুজন ভালো ওপেনারের উপস্থিতির কথাও মাথায় রেখেছি।’ 

২৬ বছর বয়সী জাকের বিপিএল রাঙানোর পর বাংলাদেশ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক ম্যাচে দারুণ এক ইনিংস খেলেন। তিনি ৮৪টি লিস্ট ‘এ’ ম্যাচে করেছেন ১৯১৮ রান, গড় ৩৪.৮৬। 

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত