চার বাঁচাতে দৌড়াচ্ছেন বাংলাদেশের পাঁচ ফিল্ডার
চট্টগ্রাম টেস্টে একের পর এক হাস্যরসের জন্ম দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথম দিনে নির্বিষ বোলিং, বিস্মিত করা রিভিউ, একের পর এক ক্যাচ মিস, বাজে ফিল্ডিং—দুর্দশার সব চিত্রই দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনেও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। সমালোচনার তির ছুটে এলেও যেন ভাবান্তর নেই নাজমুল হোসেন শান্তদের মনে।