Ajker Patrika

লঙ্কানদের উড়িয়ে দিল বাংলাদেশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২০
লঙ্কানদের উড়িয়ে দিল বাংলাদেশ

সাথী রানী-নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং তাণ্ডবের পর রাবেয়া খান-ফাহিমা খাতুনের দুর্দান্ত ঘূর্ণি জাদু। কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশে ‘এ’ দলের কাছে একরকম অসহায় আত্মসমর্পণই করেছে শ্রীলঙ্কার ‘এ’ দলের মেয়েরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। 

দারুণ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের মেয়েরা। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সাথীর ফিফটির পাশাপাশি জ্যোতি ও সোবহানা মোস্তারির কার্যকর দুটি ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ১৬৪ রান তোলে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নামা লঙ্কানদের ৬০ রানে গুঁড়িয়ে দেন রাবেয়ারা।

আগে ব্যাটিংয়ে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ৫ বলের দুটি চার মেরে ৯ রানে ফেরেন ওপেনার দিলারা আক্তার। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার সাথী ও সোবহানার ৮০ রানের দারুণ এক জুটি। ৪০ বলে ৭টি চারে ৫০ রানে অবসরে চলে যান সাথী। 

১৫তম ওভারে দলীয় ১২৪ রানে অবসর নিয়ে ড্রেসিংরুমে ফেরেন সোবহানাও। তাঁর ব্যাট থেকে আসে ৩৯ বলে ৩৯ রান করে। শেষ দিকে জ্যোতির অপরাজিত ২৪ বলে ৩৪ রানের কল্যাণে স্কোরে ১৬৪ রান জমা করে বাংলাদেশ ‘এ’ দলের মেয়েরা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মালকি মাদারা দুটি উইকেট নিয়েছেন। 

বড় লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার ছাড়া বাকি ৯ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে ব্যর্থ হন। অথচ শুরুটা ছিল তাঁদের আশাজাগানিয়া। কৌশিনি নুতইয়াংগা ও নেতমি পুরনা ওপেনিং জুটিতে তোলেন ২১ রান। সুলতানা খাতুনের ঘূর্ণিতে ১১ রানে ফেরেন কৌশিনি। দলীয় ৩২ রানে আউট হন পুরনাও। ১৫ বলে দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান ইনিংস খেলেছেন তিনি। তাঁর উইকেটও নিয়েছেন সুলতানা। 

পরের ২৮ রানে বাকি ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশের অধিনায়ক রাবেয়া ২.৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন চার উইকেট, ফাহিমা ২ ওভারে ৩ রান দিয়ে শিকার করেছেন দুটি উইকেট। ১১ রান দিয়ে সুলতানাও নিয়েছেন দুটি উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত