গলে গলার কাঁটা সরিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ
দিনের দ্বিতীয় নতুন বল, ফুল লেন্থের দারুণ ইনসুইং হাসান মাহমুদের, পাতুম নিশাঙ্কা স্ট্রেইট ড্রাইভ করতে চাইলেন। কিন্তু বলের মুভমেন্ট বুঝতেই পারেননি লঙ্কান ওপেনার। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে লালবাতি জ্বালিয়ে দিল মিডল স্টাম্পের। তৃতীয় দিন তপ্ত রোদে খেটেই যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেটাররা, শেষ বিকেলে...