সাকিব খেলছেন, জানালেন মুমিনুল
চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলছেন কি খেলছেন না, এ জল্পনা চলছিল গতকাল সকাল থেকেই। করোনা নেগেটিভ হয়ে গত রাতে দলের সঙ্গে যোগ দিয়ে আলোচনা আরও বিস্তৃত করেন সাকিব। আজ সকাল থেকেই দলের অনুশীলনের মধ্যমণিও তিনি। কোচদের সঙ্গে কথা বললেন, লম্বা সময় ব্যাটিং অনুশীলনও করেন।