Ajker Patrika

১৮ ওভারেই পরিত্যক্ত ১৮০ ওভারের প্রস্তুতি ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ১১ মে ২০২২, ১৭: ১৫
১৮ ওভারেই পরিত্যক্ত ১৮০ ওভারের প্রস্তুতি ম্যাচ

বিসিবি একাদশের বিপক্ষে দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল শ্রীলঙ্কার। কিন্তু টানা বৃষ্টি বাগড়ায় দু'দিনের খেলা দেড় ঘণ্টার মতো স্থায়ী ছিল। ১৮০ ওভারের ম্যাচ মাত্র ১৮ ওভারেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বিকেএসপির তিন নম্বর মাঠে বেলা ১১টায় রোদের দেখা মিললে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। তবে বেশিক্ষণ ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ৪৭ মিনিট খেলার পরই আবার বৃষ্টি নামে।

আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও শুরু হতেই ১১টা বেজে যায়। এরপর ৯ ওভার ৩ বলে খেলা মাঠে গড়ায়। এরপর আবারও বৃষ্টি নামায় খেলা বন্ধ ঘোষণা করা হয়।

সময় গড়াতে গড়াতে বৃষ্টি বাড়তে থাকে। দুপুর নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে মাঠের অবস্থা ও আলোকস্বল্পতা থাকায় ম্যাচ রেফারি বেলা ২টায় দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত