নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ম্যাচে শতভাগ ফিট সাকিব আল হাসানকেই চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাদের চাওয়ার কমতি দেখাননি সাকিবও। রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন এই অলরাউন্ডার।
সাগরিকার আকাশ কখনো মেঘলা, কখনো রৌদ্রোজ্জ্বল। সকাল সাড়ে ৯টা বাজতেই দলের সঙ্গে মাঠে সাকিব। রাতেই দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলনে এসেছেন সবার আগে।
মাঠে নেমে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে মিনিট দশেক আলোচনা সেরে নেন সাকিব। ততক্ষণে সাকিবকে দেখে স্বস্তির হাসি ফুটেছে অধিনায়ক মুমিনুল হকের মুখেও।
আলাপচারিতা শেষ করেই ড্রেসিংরুমে ফিরে যান সাকিব। ১০ মিনিটের মধ্যে ব্যাট-প্যাড নিয়ে নেটে চলে আসেন তিনি। দক্ষিণ-পশ্চিম পাশের প্রথম নেটে সাকিবকে বল ছোড়েন ডমিঙ্গো। ডমিঙ্গোর সঙ্গে থ্রোয়ারে যোগ দেন থ্রোয়ার মোহাম্মদ নাসির ও টিম ম্যানেজার নাফিস ইকবাল।
ডমিঙ্গোর প্রথম কয়েকটি থ্রোতে ডিফেন্স করেন সাকিব। এরপর ড্রাইভ করার চেষ্টায় ভালোই ফল মিলেছে তাঁর। আবার শটের টাইমিংয়ে গড়বড় হলে নিজের ওপর হতাশা ঝেড়েছেন। ততক্ষণে স্থানীয় স্পিনার রনির কয়েকটি বল বাউন্ডারিতে উড়িয়ে মারেন সাকিব। ডমিঙ্গোর সাকিবের ব্যাটিং দেখে স্বস্তির সুরে 'ওয়েলডান'।
সাকিব যখন নেটে, তখন পেছনে দাঁড়িয়ে শট দেখিয়ে দেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও। খানিক পরই সিডন্সের জায়গায় দাঁড়িয়ে একই কাজ করলেন ডমিঙ্গো। নেটের পেছন থেকে সাকিবকে ডেকে ব্যাটিং নিয়ে কিছু একটা দেখিয়ে দিতে দেখা গেল বাংলাদেশ দলের এই প্রোটিয়া কোচকে। প্রায় আধা ঘণ্টা ব্যাটিং করে বিরতিতে যান সাকিব।
সাকিবের ব্যাটিংয়ে নজর ছিল তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের।
ম্যাচে শতভাগ ফিট সাকিব আল হাসানকেই চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাদের চাওয়ার কমতি দেখাননি সাকিবও। রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন এই অলরাউন্ডার।
সাগরিকার আকাশ কখনো মেঘলা, কখনো রৌদ্রোজ্জ্বল। সকাল সাড়ে ৯টা বাজতেই দলের সঙ্গে মাঠে সাকিব। রাতেই দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলনে এসেছেন সবার আগে।
মাঠে নেমে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে মিনিট দশেক আলোচনা সেরে নেন সাকিব। ততক্ষণে সাকিবকে দেখে স্বস্তির হাসি ফুটেছে অধিনায়ক মুমিনুল হকের মুখেও।
আলাপচারিতা শেষ করেই ড্রেসিংরুমে ফিরে যান সাকিব। ১০ মিনিটের মধ্যে ব্যাট-প্যাড নিয়ে নেটে চলে আসেন তিনি। দক্ষিণ-পশ্চিম পাশের প্রথম নেটে সাকিবকে বল ছোড়েন ডমিঙ্গো। ডমিঙ্গোর সঙ্গে থ্রোয়ারে যোগ দেন থ্রোয়ার মোহাম্মদ নাসির ও টিম ম্যানেজার নাফিস ইকবাল।
ডমিঙ্গোর প্রথম কয়েকটি থ্রোতে ডিফেন্স করেন সাকিব। এরপর ড্রাইভ করার চেষ্টায় ভালোই ফল মিলেছে তাঁর। আবার শটের টাইমিংয়ে গড়বড় হলে নিজের ওপর হতাশা ঝেড়েছেন। ততক্ষণে স্থানীয় স্পিনার রনির কয়েকটি বল বাউন্ডারিতে উড়িয়ে মারেন সাকিব। ডমিঙ্গোর সাকিবের ব্যাটিং দেখে স্বস্তির সুরে 'ওয়েলডান'।
সাকিব যখন নেটে, তখন পেছনে দাঁড়িয়ে শট দেখিয়ে দেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও। খানিক পরই সিডন্সের জায়গায় দাঁড়িয়ে একই কাজ করলেন ডমিঙ্গো। নেটের পেছন থেকে সাকিবকে ডেকে ব্যাটিং নিয়ে কিছু একটা দেখিয়ে দিতে দেখা গেল বাংলাদেশ দলের এই প্রোটিয়া কোচকে। প্রায় আধা ঘণ্টা ব্যাটিং করে বিরতিতে যান সাকিব।
সাকিবের ব্যাটিংয়ে নজর ছিল তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের।
ব্যাটারদের বধ্যভূমি হিসেবে মিরপুরের উইকেটের পরিচিতি অনেক আগেই। রানের চাকা সচল রাখতে ব্যাটাররা যখন চড়াও হয়ে খেলেন, তখনই টপাটপ উইকেট পড়তে থাকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল সব মিলিয়ে ২৫০ রান না হলেও পড়েছে ১৩ উইকেট।
১৭ মিনিট আগেমিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
৩৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে