Ajker Patrika

সিঙ্গাপুর ম্যাচে দেরির কারণে বাফুফেকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০০: ৪২
সিঙ্গাপুর ম্যাচের জন্য জরিমানার মুখে পড়েছে বাফুফে। ছবি: বাফুফে
সিঙ্গাপুর ম্যাচের জন্য জরিমানার মুখে পড়েছে বাফুফে। ছবি: বাফুফে

গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

গত ১৭ জুলাই অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভা নিয়ে এক বিবৃতিতে এএফসি জানায়, বাফুফে কম্পিটিশন অপারেশনসের ধারা ২.২ ভঙ্গ করেছে। জরিমানার অর্থ সিদ্ধান্তের চিঠি প্রাপ্তির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে, যা এএফসি শৃঙ্খলা নীতিমালার ধারা ১১.৩ অনুযায়ী নির্ধারিত। শুধু তা- ই নয়, একই ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির মুখে পড়বে বাফুফে।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ১০ জুন সন্ধ্যা ৭টায়। কিন্তু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটির দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় দুই মিনিট দেরিতে। আয়োজক হওয়ায় এর দায় নিতে হচ্ছে বাফুফেকে।

ম্যাচটি ঘিরে নানান সব পরিকল্পনা সাজিয়েছিল বাফুফে। ম্যাচের আগে রাখা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। মাঝখানে ছিল লেজার শো। সব আয়োজনই বিফলে যায় বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলে। সিঙ্গাপুরের হয়ে গোল দুটি করেন সং উই ইয়াং ও ইখসান ফান্দি। বাংলাদেশের একমাত্র গোলটি আসে রাকিব হোসেনের পা থেকে। এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিনে আছে হাভিয়ের কাবরেরার দল। ৯ অক্টোবর ঘরের মাঠে তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত