নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আগামীকাল চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এর মাঝেই এল দুঃসংবাদ। করোনা টেস্টে পজিটিভ হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। শ্রীলঙ্কা সিরিজের নিয়ম অনুসারে সকালেই করোনা পরীক্ষা করেন সাকিব। দুপুরে পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন তিনি।
মাঠের বাইরে চলে যাওয়া বাংলাদেশি অলরাউন্ডার আপাতত আইসোলেশনে থাকবেন। পাঁচ দিনের এ আইসোলেশন পর্ব শেষ হবে আগামী ১৪ মে। পরদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট। কিন্তু সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিবের করোনা পজিটিভ হওয়া নিয়ে আজকের পত্রিকাকে বিসিবি চিকিৎসক মনজুর হোসেন বলেছেন, ‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনা টেস্ট দিয়ে আগামীকাল (বুধবার) তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। কিন্তু তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আপাতত তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।’
দল থেকে বিচ্ছিন্ন থাকা সাকিবের অবশ্য এবারের টেস্ট সিরিজটা খেলতে চেয়েছিলেন। এ জন্যই যুক্তরাষ্ট্র থেকে তাঁর দেশে ফেরা। কিন্তু দুইবার করোনা টেস্ট করালেও ফলটা পাল্টায়নি। ফলে আগামী ১৫ মে তাঁকে ছাড়াই লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ মে থেকে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ফিরতি টেস্ট।
যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আগামীকাল চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এর মাঝেই এল দুঃসংবাদ। করোনা টেস্টে পজিটিভ হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। শ্রীলঙ্কা সিরিজের নিয়ম অনুসারে সকালেই করোনা পরীক্ষা করেন সাকিব। দুপুরে পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন তিনি।
মাঠের বাইরে চলে যাওয়া বাংলাদেশি অলরাউন্ডার আপাতত আইসোলেশনে থাকবেন। পাঁচ দিনের এ আইসোলেশন পর্ব শেষ হবে আগামী ১৪ মে। পরদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট। কিন্তু সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিবের করোনা পজিটিভ হওয়া নিয়ে আজকের পত্রিকাকে বিসিবি চিকিৎসক মনজুর হোসেন বলেছেন, ‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনা টেস্ট দিয়ে আগামীকাল (বুধবার) তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। কিন্তু তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আপাতত তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।’
দল থেকে বিচ্ছিন্ন থাকা সাকিবের অবশ্য এবারের টেস্ট সিরিজটা খেলতে চেয়েছিলেন। এ জন্যই যুক্তরাষ্ট্র থেকে তাঁর দেশে ফেরা। কিন্তু দুইবার করোনা টেস্ট করালেও ফলটা পাল্টায়নি। ফলে আগামী ১৫ মে তাঁকে ছাড়াই লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ মে থেকে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ফিরতি টেস্ট।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১১ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৩ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৪ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৪ ঘণ্টা আগে