Ajker Patrika

সাকিব খেলছেন, জানালেন মুমিনুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৪ মে ২০২২, ১৩: ৫৭
সাকিব খেলছেন, জানালেন মুমিনুল

চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলছেন কি খেলছেন না—এই জল্পনা চলছিল গতকাল সকাল থেকেই। করোনা নেগেটিভ হয়ে গত রাতে দলের সঙ্গে যোগ দিয়ে আলোচনা আরও বিস্তৃত করেন সাকিব। আজ সকাল থেকেই দলের অনুশীলনের মধ্যমণিও তিনি। কোচদের সঙ্গে কথা বললেন, লম্বা সময় ব্যাটিং অনুশীলনও করেন।

করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতার ব্যাপার থাকায় তবু সাকিবের খেলা নিয়ে একটা সংশয় ছিলই। দলের অনুশীলন শেষে সেই শঙ্কাও দূর করে দেন মুমিনুল হক। প্রথম টেস্টের এক দিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব।

সাকিবের পাশের নেটেই সকালে ব্যাটিং অনুশীলন করেন মুমিনুল। সংবাদ সম্মেলনে সাকিবের খেলার প্রসঙ্গ উঠতেই বললেন, ‘দেখে তো মনে হলো ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ (রাসেল ডমিঙ্গো) তো বলেই দিয়েছেন, ফিট হলে খেলবেন। দেখে মনে হলো শতভাগ ফিট উনি।’

সাকিবের মানসিক দৃঢ়তার চর্চা বাংলাদেশ ক্রিকেটে অনেক আগ থেকেই। করোনা থেকে সেরে উঠেই চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে সেটা আরেকবার স্মরণ করিয়ে দিলেন মুমিনুল। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সাকিবের দৃঢ় মনোভাব নিয়ে বলছিলেন, ‘একজন খেলোয়াড়ের ব্যাটিং দেখলে অনেক কিছু বোঝা যায়। সাইকোলজিক্যাল ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায়। আপনারাই (সাংবাদিকেরা) বোধ হয় আমার চেয়ে বেশি দেখেছেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত