নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলছেন কি খেলছেন না—এই জল্পনা চলছিল গতকাল সকাল থেকেই। করোনা নেগেটিভ হয়ে গত রাতে দলের সঙ্গে যোগ দিয়ে আলোচনা আরও বিস্তৃত করেন সাকিব। আজ সকাল থেকেই দলের অনুশীলনের মধ্যমণিও তিনি। কোচদের সঙ্গে কথা বললেন, লম্বা সময় ব্যাটিং অনুশীলনও করেন।
করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতার ব্যাপার থাকায় তবু সাকিবের খেলা নিয়ে একটা সংশয় ছিলই। দলের অনুশীলন শেষে সেই শঙ্কাও দূর করে দেন মুমিনুল হক। প্রথম টেস্টের এক দিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব।
সাকিবের পাশের নেটেই সকালে ব্যাটিং অনুশীলন করেন মুমিনুল। সংবাদ সম্মেলনে সাকিবের খেলার প্রসঙ্গ উঠতেই বললেন, ‘দেখে তো মনে হলো ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ (রাসেল ডমিঙ্গো) তো বলেই দিয়েছেন, ফিট হলে খেলবেন। দেখে মনে হলো শতভাগ ফিট উনি।’
সাকিবের মানসিক দৃঢ়তার চর্চা বাংলাদেশ ক্রিকেটে অনেক আগ থেকেই। করোনা থেকে সেরে উঠেই চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে সেটা আরেকবার স্মরণ করিয়ে দিলেন মুমিনুল। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সাকিবের দৃঢ় মনোভাব নিয়ে বলছিলেন, ‘একজন খেলোয়াড়ের ব্যাটিং দেখলে অনেক কিছু বোঝা যায়। সাইকোলজিক্যাল ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায়। আপনারাই (সাংবাদিকেরা) বোধ হয় আমার চেয়ে বেশি দেখেছেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’
চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলছেন কি খেলছেন না—এই জল্পনা চলছিল গতকাল সকাল থেকেই। করোনা নেগেটিভ হয়ে গত রাতে দলের সঙ্গে যোগ দিয়ে আলোচনা আরও বিস্তৃত করেন সাকিব। আজ সকাল থেকেই দলের অনুশীলনের মধ্যমণিও তিনি। কোচদের সঙ্গে কথা বললেন, লম্বা সময় ব্যাটিং অনুশীলনও করেন।
করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতার ব্যাপার থাকায় তবু সাকিবের খেলা নিয়ে একটা সংশয় ছিলই। দলের অনুশীলন শেষে সেই শঙ্কাও দূর করে দেন মুমিনুল হক। প্রথম টেস্টের এক দিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব।
সাকিবের পাশের নেটেই সকালে ব্যাটিং অনুশীলন করেন মুমিনুল। সংবাদ সম্মেলনে সাকিবের খেলার প্রসঙ্গ উঠতেই বললেন, ‘দেখে তো মনে হলো ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ (রাসেল ডমিঙ্গো) তো বলেই দিয়েছেন, ফিট হলে খেলবেন। দেখে মনে হলো শতভাগ ফিট উনি।’
সাকিবের মানসিক দৃঢ়তার চর্চা বাংলাদেশ ক্রিকেটে অনেক আগ থেকেই। করোনা থেকে সেরে উঠেই চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে সেটা আরেকবার স্মরণ করিয়ে দিলেন মুমিনুল। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সাকিবের দৃঢ় মনোভাব নিয়ে বলছিলেন, ‘একজন খেলোয়াড়ের ব্যাটিং দেখলে অনেক কিছু বোঝা যায়। সাইকোলজিক্যাল ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায়। আপনারাই (সাংবাদিকেরা) বোধ হয় আমার চেয়ে বেশি দেখেছেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
১১ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
১৫ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে