বিশ্বকাপ দলে জাহানারা ফেরায় স্বস্তিতে জ্যোতি
নারীদের কমনওয়েলথ গেমস বাছাইয়ের দলে না থাকলেও ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন পেসার জাহানারা আলম। অভিজ্ঞ এই পেসারকে দলে পাওয়ায় বোলিং বিভাগ নিয়ে ভরসা পাচ্ছে নারী দল, আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।