নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ অলৌকিক কিছু করে দেখাবে—এমনটি ভাবেননি কেউ। তবে নিগার সুলতানার দল প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। উইন্ডিজের কাছে হারায় সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের।
সেটিরই প্রথম পরীক্ষায় ঋতু মণি-নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে আজ ভারতকে ২২৯ রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশ। লক্ষ্যটা নাগালে থাকায় আরেকটি চমক দেখানোর সুযোগ ছিল লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
কিন্তু নিগারের দল আর পারলেন কই? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার রেশ জারি রাখলেন ভারতের বিপক্ষেও। ১১০ রানের বড় হারে নারী বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল বাংলাদেশের।
মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার উইন্ডিজের বিপক্ষে জিততে জিততে হারের ম্যাচে তবু ১৩৬ রান করতে পেরেছিল বাংলাদেশ। হ্যামিল্টনে আজ করেছে আরও ১৭ রান কম। স্নেহ রানা-ঝুলন গোস্বামীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি নিগার-ফারজানা হক-রুমানা আহমেদরা।
টানা দুই হারে পয়েন্ট তালিকার সাতেই রইল বাংলাদেশ, ভারত উঠে এল তিনে। পাঁচ ম্যাচে নিগারদের পয়েন্ট মাত্র ২। এক ম্যাচ বেশি খেলা ভারতের পয়েন্ট ৬।
‘অলৌকিকতার’ জন্ম দিয়ে বাংলাদেশ শেষ দুই ম্যাচ জিতলেও শেষ চারে জায়গা করে নেওয়া অসম্ভব বলাই যায়। অলৌকিক নয় তো কী? বাংলাদেশের পরের ম্যাচ দুটি যে নারী বিশ্বকাপ সবচেয়ে সফল দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে!
ভারতের জন্যও শেষ ম্যাচ অনেকটা বাঁচা-মরার। ওয়েলিংটনে দিনের আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকাই মিতালি রাজদের পরবর্তী বাধা। প্রোটিয়াদের বিপক্ষে হারলেও অবশ্য সুযোগ থাকবে ভারতের। সে ক্ষেত্রে নির্ভর করতে হবে অনেক ‘যদি-কিন্তু’র ওপর।
আজ রান তাড়ার শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেন নিগাররা। যেন পুরুষ দলকে অনুসরণ করতে নেমেছিল নারী দল। দুই দিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালের দলও ৩৪ রানে ৫ উইকেট হারিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো আর সম্ভব হয়নি।
ষষ্ঠ উইকেটে অভিজ্ঞ সালমা খাতুন ও লতা মণ্ডল ৪০ রানের জুটি না গড়লে হয়তো তিন অঙ্কও ছোঁয়া হতো না বাংলাদেশের। এ দুজনের বিদায়ের সঙ্গে সঙ্গে ভাঙে মেয়েদের প্রতিরোধ। এরপর দ্রুত লেজ ছেঁটে দেন স্নেহ ও ঝুলন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২২৯ রান করে ভারত। মন্থর উইকেটে উদ্বোধনী জুটিতে ৭৪ রান তোলেন শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধনা। শেফালি যখন আগ্রাসী মুডে, আরেক প্রান্তে থিতু স্মৃতি। তাতে ভারত পেয়ে গিয়েছিল বড় স্কোরের ভিত।
তবে কোনো রান না দিয়েই ৩ উইকেট শিকার করে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ঋতু ও নাহিদার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৪/০ থেকে ৭৪/৩-এ পরিণত হয় ভারত। এরপর ব্যাট-বলের লড়াই আরও জমে ওঠে। শেষ দিকে দ্রুত রান তুলে ভারত গড়তে পারে মাঝারি সংগ্রহ। এই সংগ্রহটাই পরে বাংলাদেশের ব্যাটারদের জন্য হয়েছে পাহাড়সম।
দলীয় সর্বোচ্চ ৫০ রান করে ভারতকে স্বস্তি এনে দেন স্বস্তিকা ভাটিয়া। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ঋতু। নাহিদা নিয়েছেন দুটি উইকেট। জাহানারা আলম একটি উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। ফারিহা তৃষ্ণার জায়গায় সুযোগ পাওয়া লতাও বোলিংয়ে প্রভাব ফেলতে পারেননি।
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ অলৌকিক কিছু করে দেখাবে—এমনটি ভাবেননি কেউ। তবে নিগার সুলতানার দল প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। উইন্ডিজের কাছে হারায় সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের।
সেটিরই প্রথম পরীক্ষায় ঋতু মণি-নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে আজ ভারতকে ২২৯ রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশ। লক্ষ্যটা নাগালে থাকায় আরেকটি চমক দেখানোর সুযোগ ছিল লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
কিন্তু নিগারের দল আর পারলেন কই? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার রেশ জারি রাখলেন ভারতের বিপক্ষেও। ১১০ রানের বড় হারে নারী বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল বাংলাদেশের।
মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার উইন্ডিজের বিপক্ষে জিততে জিততে হারের ম্যাচে তবু ১৩৬ রান করতে পেরেছিল বাংলাদেশ। হ্যামিল্টনে আজ করেছে আরও ১৭ রান কম। স্নেহ রানা-ঝুলন গোস্বামীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি নিগার-ফারজানা হক-রুমানা আহমেদরা।
টানা দুই হারে পয়েন্ট তালিকার সাতেই রইল বাংলাদেশ, ভারত উঠে এল তিনে। পাঁচ ম্যাচে নিগারদের পয়েন্ট মাত্র ২। এক ম্যাচ বেশি খেলা ভারতের পয়েন্ট ৬।
‘অলৌকিকতার’ জন্ম দিয়ে বাংলাদেশ শেষ দুই ম্যাচ জিতলেও শেষ চারে জায়গা করে নেওয়া অসম্ভব বলাই যায়। অলৌকিক নয় তো কী? বাংলাদেশের পরের ম্যাচ দুটি যে নারী বিশ্বকাপ সবচেয়ে সফল দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে!
ভারতের জন্যও শেষ ম্যাচ অনেকটা বাঁচা-মরার। ওয়েলিংটনে দিনের আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকাই মিতালি রাজদের পরবর্তী বাধা। প্রোটিয়াদের বিপক্ষে হারলেও অবশ্য সুযোগ থাকবে ভারতের। সে ক্ষেত্রে নির্ভর করতে হবে অনেক ‘যদি-কিন্তু’র ওপর।
আজ রান তাড়ার শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেন নিগাররা। যেন পুরুষ দলকে অনুসরণ করতে নেমেছিল নারী দল। দুই দিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালের দলও ৩৪ রানে ৫ উইকেট হারিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো আর সম্ভব হয়নি।
ষষ্ঠ উইকেটে অভিজ্ঞ সালমা খাতুন ও লতা মণ্ডল ৪০ রানের জুটি না গড়লে হয়তো তিন অঙ্কও ছোঁয়া হতো না বাংলাদেশের। এ দুজনের বিদায়ের সঙ্গে সঙ্গে ভাঙে মেয়েদের প্রতিরোধ। এরপর দ্রুত লেজ ছেঁটে দেন স্নেহ ও ঝুলন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২২৯ রান করে ভারত। মন্থর উইকেটে উদ্বোধনী জুটিতে ৭৪ রান তোলেন শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধনা। শেফালি যখন আগ্রাসী মুডে, আরেক প্রান্তে থিতু স্মৃতি। তাতে ভারত পেয়ে গিয়েছিল বড় স্কোরের ভিত।
তবে কোনো রান না দিয়েই ৩ উইকেট শিকার করে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ঋতু ও নাহিদার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৪/০ থেকে ৭৪/৩-এ পরিণত হয় ভারত। এরপর ব্যাট-বলের লড়াই আরও জমে ওঠে। শেষ দিকে দ্রুত রান তুলে ভারত গড়তে পারে মাঝারি সংগ্রহ। এই সংগ্রহটাই পরে বাংলাদেশের ব্যাটারদের জন্য হয়েছে পাহাড়সম।
দলীয় সর্বোচ্চ ৫০ রান করে ভারতকে স্বস্তি এনে দেন স্বস্তিকা ভাটিয়া। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ঋতু। নাহিদা নিয়েছেন দুটি উইকেট। জাহানারা আলম একটি উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। ফারিহা তৃষ্ণার জায়গায় সুযোগ পাওয়া লতাও বোলিংয়ে প্রভাব ফেলতে পারেননি।
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৩ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২১ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে