নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়েদের ক্রিকেটে বরাবরই শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে আজ প্রথমবার ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ নারী দল। দারুণ বোলিংয়ে ১৪০ রানেই শক্তিশালী ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপকে বেঁধে ফেলেন বাংলাদেশ বোলাররা। তবু পুড়তে হয়েছে পরাজয়ের বেদনায়, ৪ রানের দূরত্বে স্বপ্নভঙ্গ হয়েছে সালমা-জাহানারাদের।
ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ১০ ওভারে ৩ মেডেনসহ ২৩ রান খরচায় নেন ২ উইকেট। পরে ওপরের ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যাটিংয়েও দলের জয়ের আশা হয়ে ছিলেন নাহিদা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত থেকে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।
শেষ দিকে নাহিদার সঙ্গে একজন ব্যাটার থাকলে ফলটা ভিন্ন হতে পারত বলে মনে করেন নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হতাশা ফুটে উঠেছে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে। জ্যোতি বলেছেন, ‘(এমন হারের পর) হতাশা তো থাকবেই। আরও ২ পয়েন্ট পাওয়ার অনেক বড় সুযোগ ছিল। সুযোগটা হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবে সবার মন খারাপ।’
ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হতাশ জ্যোতি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে এত অল্প রানে আটকানো, এরপর খুব কাছাকাছি গিয়ে এ রকমভাবে হারা। শেষ পর্যন্ত নাহিদা অনেক চেষ্টা করেছে, যদি একজন ব্যাটার তাকে সাপোর্ট দিতে পারত, তাহলে ফলটা আলাদা হতে পারত। আমাদের ভালো জুটির অভাব ছিল। আমার উচিত ছিল শেষ পর্যন্ত খেলে যাওয়া। তাহলে আরও ভালো কিছু হতো।’
মেয়েদের ক্রিকেটে বরাবরই শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে আজ প্রথমবার ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ নারী দল। দারুণ বোলিংয়ে ১৪০ রানেই শক্তিশালী ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপকে বেঁধে ফেলেন বাংলাদেশ বোলাররা। তবু পুড়তে হয়েছে পরাজয়ের বেদনায়, ৪ রানের দূরত্বে স্বপ্নভঙ্গ হয়েছে সালমা-জাহানারাদের।
ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ১০ ওভারে ৩ মেডেনসহ ২৩ রান খরচায় নেন ২ উইকেট। পরে ওপরের ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যাটিংয়েও দলের জয়ের আশা হয়ে ছিলেন নাহিদা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত থেকে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।
শেষ দিকে নাহিদার সঙ্গে একজন ব্যাটার থাকলে ফলটা ভিন্ন হতে পারত বলে মনে করেন নিগার সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হতাশা ফুটে উঠেছে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে। জ্যোতি বলেছেন, ‘(এমন হারের পর) হতাশা তো থাকবেই। আরও ২ পয়েন্ট পাওয়ার অনেক বড় সুযোগ ছিল। সুযোগটা হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবে সবার মন খারাপ।’
ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হতাশ জ্যোতি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে এত অল্প রানে আটকানো, এরপর খুব কাছাকাছি গিয়ে এ রকমভাবে হারা। শেষ পর্যন্ত নাহিদা অনেক চেষ্টা করেছে, যদি একজন ব্যাটার তাকে সাপোর্ট দিতে পারত, তাহলে ফলটা আলাদা হতে পারত। আমাদের ভালো জুটির অভাব ছিল। আমার উচিত ছিল শেষ পর্যন্ত খেলে যাওয়া। তাহলে আরও ভালো কিছু হতো।’
ব্যাটারদের বধ্যভূমি হিসেবে মিরপুরের উইকেটের পরিচিতি অনেক আগেই। রানের চাকা সচল রাখতে ব্যাটাররা যখন চড়াও হয়ে খেলেন, তখনই টপাটপ উইকেট পড়তে থাকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল সব মিলিয়ে ২৫০ রান না হলেও পড়েছে ১৩ উইকেট।
১৮ মিনিট আগেমিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
৪১ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে