Ajker Patrika

হেরে বিশ্বকাপ অভিযান শেষ করলেন জ্যোতি-সালমারা

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২: ১৮
হেরে বিশ্বকাপ অভিযান শেষ করলেন জ্যোতি-সালমারা

বিশ্বকাপে আজ শেষ ম্যাচ ছিল বাংলাদেশের মেয়েদের। শেষটা জয় দিয়ে রাঙাতে পারলেন না নিগার সুলতানা জ্যোতি-সালমা খাতুনরা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছেন তাঁরা। 

শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুটা ভালো হলেও ইংল্যান্ডকে অল্প রানে আটকাতে পারেনি বাংলাদেশ। ১৫ রানে ইংলিশদের প্রথম উইকেট তুলে নেওয়ার পর ২৬ রানে দ্বিতীয় উইকেট পান বাংলাদেশের মেয়েরা। তবে শুরুর ছন্দটা শেষ পর্যন্ত টেনে নিতে পারেননি জাহানার আলমরা। নির্ধারিত ৫০ ওভারে ইংলিশ মেয়েদের সংগ্রহ দাঁড়ায় ২৩৪ রান। 

দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে সাতে নামা সোপিয়া ডাংকলির ব্যাট থেকে। ৭২ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ চারে। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সালমা। তাড়া করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। শামীমা সুলতানা আর শারমীন আক্তারের ওপেনিং জুটি থেকে আসে ৪২ রান। এই জুটি ভাঙার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচসেরা হন ইংলিশ ব্যাটার সোপিয়া। নিজেদের প্রথম বিশ্বকাপে অবশ্য একদম খালি হাতে ফিরতে হচ্ছে না সালমাদের। পাকিস্তানের বিপক্ষে জয়ের প্রাপ্তির সঙ্গে অভিজ্ঞতা সঞ্চারের প্রাপ্তি নিয়ে দেশে ফিরবেন বাংলাদেশের মেয়েরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত