অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছেন মোসারাতের বোন
আত্মহত্যায় প্ররোচনার' ঘটনায় বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আসামি করায় মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে। মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয়ে এ হুমকি দিচ্ছেন একাধিক ব্যক্তি। সেখানে বলা হচ্ছে, ‘আনভীরকে আসামি করায় পরিণাম তাদের জন্য ভয়াবহ হবে’।