Ajker Patrika

মুনিয়া মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় বগুড়া ছাত্র ইউনিয়ন

প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২: ৪৭
মুনিয়া মৃত্যুর সুষ্ঠু তদন্ত চায় বগুড়া ছাত্র ইউনিয়ন

শাপলা (বগুড়া): ঢাকার গুলশানে মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বগুড়া সংসদ।

আজ বুধবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বগুড়া সংসদের দপ্তর সম্পাদক নিয়ামুল ইসলাম আকিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'মুনিয়া হত্যাকাণ্ডে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নাম বার বার আসলেও কোন কোন গণমাধ্যম অভিযুক্তের নাম উল্লেখ করেনি। অনেক সংবাদ মাধ্যমেই ভিকটিমের ছবি প্রকাশ করা হয়েছে যা প্রচলিত আইন পরিপন্থী।'

বিবৃতিতে আরও বলা হয়, 'তনু, আফসানা এমন অসংখ্য বিচারহীনতার ঘটনা আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। সরকার তার ক্ষমতা সুসংহত করার জন্য প্রভাবশালী ব্যক্তিদের ছাড় দিচ্ছে।'

নেতৃবৃন্দ, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি যেন বিচার প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে সে ব্যাপারে বিচারের সাথে সংশ্লিষ্ট সংস্থাকে কঠোর থাকারও আহ্বান জানান নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত