নিজস্ব প্রতিবেদক
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ নিষেধাজ্ঞা দেন। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়েছে।
আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজই আদালতে আবেদন করে গুলশান থানা পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া গুলশানের একটি বাড়িতে ভাড়া ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলে তার বোন নুসরাত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে উল্লেখিত একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।
পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলাটির তদন্ত চলছে। বাদীর এজাহার যাচাই–বাছাই করা হচ্ছে। আসামি সায়েম সোবহানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি অত্যন্ত প্রভাবশালী এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। মামলার তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।
গত সোমবার ২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর রোডের ১৯ নম্বর বাড়ির ৩/বি নম্বর ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুনিয়ার বোন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সায়েম সোবহানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ নিষেধাজ্ঞা দেন। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়েছে।
আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজই আদালতে আবেদন করে গুলশান থানা পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া গুলশানের একটি বাড়িতে ভাড়া ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলে তার বোন নুসরাত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে উল্লেখিত একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।
পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলাটির তদন্ত চলছে। বাদীর এজাহার যাচাই–বাছাই করা হচ্ছে। আসামি সায়েম সোবহানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি অত্যন্ত প্রভাবশালী এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। মামলার তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।
গত সোমবার ২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর রোডের ১৯ নম্বর বাড়ির ৩/বি নম্বর ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুনিয়ার বোন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সায়েম সোবহানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৯ ঘণ্টা আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৯ দিন আগে