Ajker Patrika

শারুনের বিরুদ্ধে মুনিয়ার ভাইয়ের মামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ মে ২০২১, ১৯: ৩৬
শারুনের বিরুদ্ধে মুনিয়ার ভাইয়ের মামলা

ঢাকা: জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মোসারাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যার’ ঘটনায় এ মামলা দায়ের করেন মুনিয়ার ভাই আশিকুর রহমান।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালতে মামলাটি দায়ের করা হয়।

পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশে উল্লেখ করেন, মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।

মামলার আর্জিতে বলা হয়, বাদীর বোন মুনিয়ার সঙ্গে শারুনের পরিচয় হওয়ার পর থেকে তাঁকে ব্যবহার করে আসছে। মুনিয়ার মাধ্যমে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সব গোপন তথ্য জোগাড় করেন শারুন। পরে বাদীর বোনকে আনভীরের বিরুদ্ধে ব্যবহার করতে না পেরে মুনিয়াকে হত্যা করেন শারুন।

মামলার আর্জিতে আরও বলা হয়, শারুনের কাছে গুলশানের ফ্ল্যাটে নকল চাবি ছিলো। তিনি বাদীর বোনকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান বলে বাদী বিশ্বাস করেন।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে সেই রাতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত