গ্যাস কূপ খনন শুরু দিনবদলের আশা
শরীয়তপুরে তেল-গ্যাস অনুসন্ধানে কূপ খনন প্রকল্পের কাজ শুরু করেছে বাপেক্স। জমির হুকুমদখল শেষ। চলছে ভূমি ও সড়ক উন্নয়নকাজ। গ্যাসের মজুত নিশ্চিত হলেই উত্তোলনের কাজ শুরু করবে বাপেক্স। জেলায় প্রথমবারের মতো গ্যাস উত্তোলনে কূপ খননে খুশি স্থানীয়রা। বিশ্লেষকদের মতে, এই গ্যাসক্ষেত্রকে কেন্দ্র করে পাল্টে যাবে দক