Ajker Patrika

দায়িত্ব পালন না করে তুলছেন বেতন

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১২: ২৫
দায়িত্ব পালন না করে তুলছেন বেতন

দেড় বছর ধরে দায়িত্ব পালন করছেন না ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী রুহুল আমিন। নিয়মিত বেতন তুলছেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজ করেই তিনি এ বেতন তুলছেন বলে অভিযোগ উঠেছে। তবে প্রধান শিক্ষক বলছেন, অসুস্থতার জন্য রুহুল আমিন ছুটিতে রয়েছেন।

জানা গেছে, শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় দেড় হাজার। শিক্ষক ৩০ জন। চতুর্থ শ্রেণির কর্মচারীর মধ্যে রয়েছে একজন আয়া, একজন দপ্তরি ও একজন নাইট গার্ড। করোনা সংক্রমণ কমে যাওয়ায় গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। তবে ফেরেননি নৈশপ্রহরী রুহুল আমিন। তিনি ২০২০ সালের ২০ মার্চ বরিশাল টিচার্স ট্রেনিং কলেজ থেকে বদলি হয়ে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে যোগ দেন। এর পর থেকেই তিনি অনুপস্থিত। তবে গত দেড় বছর বেতন তুলেছেন তিনি।

স্থানীয়রা জানান, নৈশপ্রহরী রুহুল আমিনের বাড়ি ভোলা সদর উপজেলার জামিরালতা গ্রামে। বর্তমানে তিনি প্রেম রোড এলাকায় বসবাস করছেন।

সরেজমিন দেখা গেছে, ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী রুহুল আমিনের বাসার সামনে একটি সাইনবোর্ড ঝোলানো। ওই সাইনবোর্ডে তাঁর নামের পাশে লেখা মাস্টার। স্থানীয় লোকজনও তাঁকে মাস্টার হিসেবে জানেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী রুহুল আমিন বলেন, ‘অনেক আগে মানুষের বাসায় লজিং (গৃহশিক্ষক) ছিলাম। তাই নামের পাশে মাস্টার লিখেছি। এলাকার মানুষও আমাকে মাস্টার হিসেবে চেনেন।’

দীর্ঘদিন অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমি গুরুতর অসুস্থ। তাই প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে অনুপস্থিত রয়েছি।’

প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন রাঢ়ি জানান, অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত।

স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অতিরিক্ত অর্থ আদায়, স্কুলের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে সম্প্রতি ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।

স্কুলের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি নিয়মের বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত