সংযোগ সড়কের কাজ ফেলে রাখায় ভোগান্তি
মুলাদীতে চরকালেখান ইউনিয়নের গলইভাঙা-খেজুরতলা সড়কের হাওলাদার বাড়ির সামনে সেতুর সংযোগ সড়কের কাজ মাঝপথে ফেলে রাখা হয়েছে। এতে উপজেলার চরকালেখান, সফিপুর, বাটামারা ও নাজিরপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।