রুদ্র রুহান, বরগুনা
বরগুনা সদর উপজেলার ঢালুয়া ইউনিয়ন। শহর থেকে বরগুনা বড়ইতলা সড়ক ধরে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে সড়কের বাঁকে হাতের ডানে দুটি সাইনবোর্ড দিকনির্দেশক একটি চিহ্ন আঁকা, যেখানে লেখা আছে ‘গণকবর এইদিকে’। এর ঠিক পাশেই বৈদ্যুতিক খুঁটিসংলগ্ন ছোট একটি সাইনবোর্ডে লেখা আছে ‘অভিযান ১০ লঞ্চ আগুনে পুড়ে নিহতদের গণকবর এইদিকে’। ইটের পাকা সড়ক ধরে খানিকটা সামনে এগোলেই চোখে পড়বে সারি সারি কবর।
এখানেই ১৯টি কবরে সুগন্ধা ট্র্যাজেডিতে নিহত পরিচয় শনাক্ত না হওয়া ২৩টি মরদেহ সমাহিত করা হয়েছিল। কবরগুলোর প্রত্যেকটিতে একটি খুঁটির সঙ্গে সাদা কাগজে পরিচয় হিসেবে লেখা আছে শুধু থানার সাধারণ ডায়েরি নম্বর।
বরগুনা জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, ২৩ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার ৩৭ জনের লাশ উদ্ধার করা করা হয়। এর মধ্যে ১৪ জনের পরিচয় মিলছে। বাকি ২৩টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এ ছাড়া পরবর্তী সময়ে উদ্ধার হওয়া একটি মরদেহ দাফন করা হয়েছে ঝালকাঠিতে।
২৮ ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা থেকে সিআইডির ফরেনসিক বিভাগ আসে ডিএনএ নমুনা সংগ্রহে। এতে নিখোঁজ ২৪ জনের জন্য ৩৫ স্বজন ডিএনএ টেস্টের জন্য নমুনা দেন। দুই মাস অতিবাহিত হলেও এখনো প্রকাশ হয়নি ফলাফল।
প্রতিনিয়ত গণকবরে স্বজনদের কবর জিয়ারত করতে আসেন নিখোঁজ পরিবারের সদস্যরা। দুর্ঘটনায় নিখোঁজদের লাশ স্বজনেরা এক প্রকার সান্ত্বনা হিসেবে গ্রহণ করতে চাইলেও এখনো ডিএনএ টেস্টের ফলাফল না পাওয়ায় সেই সান্ত্বনা থেকেও বঞ্চিত স্বজনহারা মানুষগুলো।
বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে ফজিলা আক্তার পপির সন্ধান মেলেনি। একমাত্র মেয়ে লামিয়াকে (১৩) পপির বৃদ্ধ বাবা আফজাল হোসেন লালন-পালন করছেন। আফজাল হোসেন বলেন, ‘একমাত্র মাইয়াডারে হারালাইম। কয় পড়লেও দেখতে পারলাম না, ডিএনএ নমুনা আসলে কবরডা অন্তত দেখতে পারতাম।’
লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ বরগুনার তালতলী উপজেলার জুনাইদের (৭) বাবা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার ছেলের লাশটা ওইখানে দাফন করা হয়েছে কি না, যদি সেটাও জানতে পারতাম, তবু সান্ত্বনা পাইতাম।’
সন্তান ও স্ত্রীকে খুঁজে পাননি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লার হোড়া গ্রামের বাসিন্দা শিমুল সরদার। তিনি বলেন, ডিএনএ নমুনা দিয়েছি দুই মাস, এখনো পরীক্ষার ফল আসেনি। পরীক্ষার ফল পাইলেও তো বুঝতে পারতাম, আমার বউ পোলার কবরডা এখানে আছে।
এমনকি দুর্ঘটনার দুই মাস পার হলেও নিখোঁজদের শনাক্ত না হওয়ায় কোনো সহায়তা পায়নি তাঁদের পরিবার। এতে একমাত্র উপার্জনক্ষম নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা পড়েছেন চরম বিপাকে। তাই খেয়ে না খেয়েই দিন কাটছে এসব পরিবারের সদস্যদের। লাশ শনাক্ত না হওয়ায় নিখোঁজদের পরিবারকে সহায়তা করা যাচ্ছে না বলে জানিয়েছে বরগুনা জেলা প্রশাসন।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আমরা ঢাকার সিআইডির ফরেনসিক বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি যাতে দ্রুত ফলাফল পাওয়া যায়। ফলাফল আসলে এর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এ বিষয়ে সিআইডি ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, আমাদের ডিএনএ নমুনা বিশ্লেষণের কাজ চলমান আছে। আশা করছি মার্চের মধ্যেই আমরা ডিএনএ ফলাফল দিয়ে দিতে সক্ষম হব।
বরগুনা সদর উপজেলার ঢালুয়া ইউনিয়ন। শহর থেকে বরগুনা বড়ইতলা সড়ক ধরে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে সড়কের বাঁকে হাতের ডানে দুটি সাইনবোর্ড দিকনির্দেশক একটি চিহ্ন আঁকা, যেখানে লেখা আছে ‘গণকবর এইদিকে’। এর ঠিক পাশেই বৈদ্যুতিক খুঁটিসংলগ্ন ছোট একটি সাইনবোর্ডে লেখা আছে ‘অভিযান ১০ লঞ্চ আগুনে পুড়ে নিহতদের গণকবর এইদিকে’। ইটের পাকা সড়ক ধরে খানিকটা সামনে এগোলেই চোখে পড়বে সারি সারি কবর।
এখানেই ১৯টি কবরে সুগন্ধা ট্র্যাজেডিতে নিহত পরিচয় শনাক্ত না হওয়া ২৩টি মরদেহ সমাহিত করা হয়েছিল। কবরগুলোর প্রত্যেকটিতে একটি খুঁটির সঙ্গে সাদা কাগজে পরিচয় হিসেবে লেখা আছে শুধু থানার সাধারণ ডায়েরি নম্বর।
বরগুনা জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, ২৩ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার ৩৭ জনের লাশ উদ্ধার করা করা হয়। এর মধ্যে ১৪ জনের পরিচয় মিলছে। বাকি ২৩টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এ ছাড়া পরবর্তী সময়ে উদ্ধার হওয়া একটি মরদেহ দাফন করা হয়েছে ঝালকাঠিতে।
২৮ ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা থেকে সিআইডির ফরেনসিক বিভাগ আসে ডিএনএ নমুনা সংগ্রহে। এতে নিখোঁজ ২৪ জনের জন্য ৩৫ স্বজন ডিএনএ টেস্টের জন্য নমুনা দেন। দুই মাস অতিবাহিত হলেও এখনো প্রকাশ হয়নি ফলাফল।
প্রতিনিয়ত গণকবরে স্বজনদের কবর জিয়ারত করতে আসেন নিখোঁজ পরিবারের সদস্যরা। দুর্ঘটনায় নিখোঁজদের লাশ স্বজনেরা এক প্রকার সান্ত্বনা হিসেবে গ্রহণ করতে চাইলেও এখনো ডিএনএ টেস্টের ফলাফল না পাওয়ায় সেই সান্ত্বনা থেকেও বঞ্চিত স্বজনহারা মানুষগুলো।
বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে ফজিলা আক্তার পপির সন্ধান মেলেনি। একমাত্র মেয়ে লামিয়াকে (১৩) পপির বৃদ্ধ বাবা আফজাল হোসেন লালন-পালন করছেন। আফজাল হোসেন বলেন, ‘একমাত্র মাইয়াডারে হারালাইম। কয় পড়লেও দেখতে পারলাম না, ডিএনএ নমুনা আসলে কবরডা অন্তত দেখতে পারতাম।’
লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ বরগুনার তালতলী উপজেলার জুনাইদের (৭) বাবা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার ছেলের লাশটা ওইখানে দাফন করা হয়েছে কি না, যদি সেটাও জানতে পারতাম, তবু সান্ত্বনা পাইতাম।’
সন্তান ও স্ত্রীকে খুঁজে পাননি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লার হোড়া গ্রামের বাসিন্দা শিমুল সরদার। তিনি বলেন, ডিএনএ নমুনা দিয়েছি দুই মাস, এখনো পরীক্ষার ফল আসেনি। পরীক্ষার ফল পাইলেও তো বুঝতে পারতাম, আমার বউ পোলার কবরডা এখানে আছে।
এমনকি দুর্ঘটনার দুই মাস পার হলেও নিখোঁজদের শনাক্ত না হওয়ায় কোনো সহায়তা পায়নি তাঁদের পরিবার। এতে একমাত্র উপার্জনক্ষম নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা পড়েছেন চরম বিপাকে। তাই খেয়ে না খেয়েই দিন কাটছে এসব পরিবারের সদস্যদের। লাশ শনাক্ত না হওয়ায় নিখোঁজদের পরিবারকে সহায়তা করা যাচ্ছে না বলে জানিয়েছে বরগুনা জেলা প্রশাসন।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আমরা ঢাকার সিআইডির ফরেনসিক বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি যাতে দ্রুত ফলাফল পাওয়া যায়। ফলাফল আসলে এর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এ বিষয়ে সিআইডি ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, আমাদের ডিএনএ নমুনা বিশ্লেষণের কাজ চলমান আছে। আশা করছি মার্চের মধ্যেই আমরা ডিএনএ ফলাফল দিয়ে দিতে সক্ষম হব।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫