Ajker Patrika

টাকা লুটের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৪: ১৫
টাকা লুটের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে

ভোলার চরফ্যাশন উপজেলায় ভাড়াটিয়া সাথী বেগমকে মারধর করে টাকা ও গয়না লুট করার অভিযোগ উঠেছে বাড়ির মালিক সালাউদ্দিন মাঝির বিরুদ্ধে। গত বুধবার রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা আহত সাথী বেগম ও রহিমা বেগমকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সাথী বেগম বাদী হয়ে বাড়ির মালিক সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বাড়ির মালিক সালাউদ্দিন মাঝি এক বছর আগে তিন লাখ ২০ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ করতে গড়িমসি শুরু করেন বাড়িওয়ালা। এ নিয়ে বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়া বিরোধ শুরু হয়। এ নিয়ে সালিস ও সমঝোতায় মোতাবেক বাড়িওয়ালা ৯০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা নির্ধারিত সময়ে দিতে অস্বীকার করেন। এ নিয়ে গত বুধবার বিকেলে বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার কথা-কাটাকাটি হয়। ওই রাতে ৮টার দিকে তিনি, ছেলে জিসান ও রহিমা ঘরের দরজা খোলা রেখে বাড়ির কাজ করছিলেন।

এ সুযোগে বাড়ির মালিক সালাউদ্দিন মাঝি ও আরও কয়েকজন ঘরে ঢুকে ভাড়াটিয়া সাথী বেগমকে এলোপাতাড়ি মারধর ও পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকার গয়না ও ৩৮ হাজার টাকা লুটে নেন বলে অভিযোগ করা হয়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তাঁরা পালিয়ে যান।

ঘটনার পর অভিযুক্ত বাড়ির মালিক সালাউদ্দিন মাঝি আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক রিয়াজুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত