Ajker Patrika

স্ত্রীকে নির্যাতন করায় স্বামীকে গণপিটুনি

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১: ২২
স্ত্রীকে নির্যাতন করায় স্বামীকে গণপিটুনি

ঝালকাঠির কাঠালিয়ায় স্কুলশিক্ষক স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীরা গুরুতর আহত স্ত্রী শংকরী রানীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আমুয়ায় ভর্তি করান। এ সময় ওই স্কুলশিক্ষক তরুন সিকদার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার শৌলজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তরুন সিকদার স্থানীয় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

চিকিৎসাধীন অবস্থায় শংকরী রানী ও তাঁর স্বজনেরা জানান, ১২ বছর আগে তরুন সিকদারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ছোটখাটো নানা বিষয়ে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী। গত ৩–৪ বছর ধরে স্থানীয় এক স্বামী পরিত্যক্তা তরুণীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক চলে আসছে। এ নিয়ে পরিবার, তাঁর বিদ্যালয় এবং এলাকায় বহুবার সালিস বৈঠক হলেও কোনো লাভ হয়নি। ওই সম্পর্কে বাঁধা দেওয়ায় সংসারে অশান্তি নেমে আসে। তাড়ানোর জন্য বিভিন্ন অজুহাতে নির্যাতন করা হতো। এমনকি রান্না করার চালও তালাবদ্ধ করে রাখতেন তাঁর স্বামী। প্রতিদিনের রান্নার চাল দিয়ে যেতেন তিনি। তবে মঙ্গলবার সকালে চাল দিয়ে যাননি তরুন সিকদার। সন্তানদের পাশের বাড়ি থেকে ভাত এনে খাওয়ান শংকরী। বিকেলে স্বামী স্কুল থেকে এসে ভাত রান্না করা না পেয়ে খেপে যান। এ নিয়ে স্ত্রীকে মারধর করেন তরুন সিকদার।

কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত