জারুল ফুলে সেজেছে প্রকৃতি
আগৈলঝাড়া উপজেলার গৈলা, রাজিহার, বাকাল, বাগধা ও রত্নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা মিলে অপরূপ এক দৃশ্যের। সবুজ প্রকৃতির মাঝে রোদ ঝলমলে জারুলগাছগুলোয় শোভা পাচ্ছে গাঢ় বেগুনি রঙের ফুল। চলার পথে পথিক থমকে দাঁড়িয়ে উপভোগ করছেন জারুল ফুলের বেগুনি রঙের আভা।