Ajker Patrika

তিন কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় যাতায়াতে দুর্ভোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১০: ২৩
তিন কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় যাতায়াতে দুর্ভোগ

আগৈলঝাড়ায় একটি রাস্তা বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার বেশির ভাগ অংশেরই পিচ, পাথর ও বিটুমিন উঠে গিয়ে তিন কিলোমিটার একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।

সেখানে গিয়ে দেখা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের টেমার থেকে নাঘার পর্যন্ত এ রাস্তায় হাজার হাজার মানুষের চলাচল। রাস্তার বেশির ভাগ অংশ এখন ভেঙে দেবে গেছে। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

টেমার মালেকা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নিতু হালদার জানান, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এমন বেহাল রাস্তা পুরো উপজেলায় খুব বেশি আছে কিনা সন্দেহ। রাস্তাটি সংস্কার না হওয়াতে গাড়ি চলাচল করতে পারে না। তাই বিদ্যালয়ে যেতে দীর্ঘপথ পায়ে হেঁটে যেতে হয়।

স্থানীয় বাসিন্দা সুধাংশু বাড়ৈ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তারা।

স্থানীয় নিখিল সরকার জানান, এ রাস্তাটি যেন দেখার কেউ নেই। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করেন।

পথচারী এনামুল হোসেন জানান, রাস্তার এমন পরিস্থিতিতে ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। যানবাহন না চলায় বাড়তি ভাড়া গুনতে হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, বিভিন্ন সড়কে কাজ চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। অনেক সড়কে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত