আমাদের ভয় দেখিয়ে লাভ নেই: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘দইজ্জার তল দিয়ে গাড়ি চলে (নদীর তল দিয়ে গাড়ি যাবে)। এটি আপনাদের জন্য উপহার।’ এই কথা বলেই মুখে হাসি শেখ হাসিনার। কিন্তু বক্তব্যের শেষে প্রায় ১৫ সেকেন্ড নীরব থেকে বক্তব্য শেষে অংশে প্রধানমন্ত্রী বলেন, ‘এক বোন ছাড়া আপনজন বলতে আম