ভাঙনে দিশেহারা মানুষ, খুঁজছেন আশ্রয়স্থল
‘আগুনে পুড়লে তাও বসতভিটা থেকে যায়; কিন্তু যমুনার ভাঙনে কিছুই থাকে না। আমি যমুনার একাধিক ভাঙনের মুখে পড়েছি। এখন ক্ষতিগ্রস্ত। জালালপুর, পাকুরতলা, আরকান্দি, ঘাটাবাড়ি, কৈজুড়ী, পাঁচিল এলাকায় যমুনার ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ। এই এলাকায় স্থায়ী বাঁধ হওয়ার কথা। কাজও শুরু হয়েছিল; কিন্তু মাঝপথে ঠিকাদার চলে যাওয়