Ajker Patrika

রংপুর বাফার গুদামে না নিয়ে বগুড়ায় সার বেচলেন চালক

বগুড়া প্রতিনিধি
রংপুর বাফার গুদামে না নিয়ে বগুড়ায় সার বেচলেন চালক

সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে রংপুর বাফার গুদামে সার নিয়ে যাবেন ব্যবসায়ী আব্দুস সামাদ। এই উদ্দেশ্যে তিনি ট্রাক ভাড়া করেন। তবে চালক তাঁর সার রংপুরে নিয়ে যাননি। বগুড়ায় এসে বিক্রি করে দিয়েছেন। এমন অভিযোগে ৩৬০ বস্তা ইউরিয়া সারসহ সার আত্মসাৎকারী চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বগুড়ার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় সার বহনকারী ট্রাকও। গতকাল শনিবার দুপুরে ওই পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার নন্দীগ্রামের কৈগাড়ী সোনারপাড়া এলাকার আব্দুল আলীম (৫০), শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আল আমিন ওরফে আলাউদ্দিন (৩৫), ধুনট উপজেলার নিমগাজি উত্তরপাড়ার মামুনুর রশিদ মামুন (৪৮), একই উপজেলার সরুগ্রাম এলাকার সজল (৩৫) এবং চুনিয়াপাড়া এলাকার রফিকুল ইসলাম (৪২)। তাঁরা ট্রাকে সার পরিবহনের আড়ালে একটি চক্র পরিচালনা করে সার আত্মসাৎ করে থাকেন।

সারের মালিক আব্দুস সামাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।

ডিবি জানায়, গত ২৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ একতা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ট্রাকে করে ৩৬০ বস্তা (১৮ মেট্রিক টন) ইউরিয়া সার নিয়ে রংপুর বাফার গুদামের উদ্দেশে রওনা হন চালক আল আমিন ওরফে আলাউদ্দিন। একতা ট্রান্সপোর্টের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে টালবাহানা শুরু করেন। পরে সার নিয়ে ট্রাকটি যথাস্থানে না যাওয়ায় আব্দুস সামাদ বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আব্দুস সামাদ জানতে পারেন ট্রাকে থাকা ৩৬০ বস্তা ইউরিয়া সার বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে রফিকুলের দোকানে বিক্রি করা হয়েছে। পরে আব্দুস সামাদ বগুড়া জেলা পুলিশের কাছে অভিযোগ দিলে অভিযান চালিয়ে চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি।  

এ বিষয়ে জানতে চাইলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চক্রের মাধ্যমে সার আত্মসাৎ করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত