গন্তব্য যেখানেই হোক ঈদের ছুটিতে ঘরে ফেরা যাবে উবারে
শহরের বাইরে যেকোনো জায়গায় ভ্রমণের জন্য ইন্টারসিটি চমৎকার একটি সার্ভিস। বিশেষ করে চার সদস্যের পরিবারের জন্য ইন্টারসিটি ও আটজন পর্যন্ত সদস্যের জন্য বেছে নেওয়া যেতে পারে ইন্টারসিটি এক্সএল সার্ভিস। তাই বগুড়া, চট্টগ্রাম বা ময়মনসিংহ, গন্তব্য যেখানেই হোক না কেন, যাতায়াত হবে আরামদায়ক ও সাশ্রয়ী