ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যুবলীগ নেতা।
অভিযোগকারী আব্দুস সালাম একই এলাকার চিথুলিয়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
অভিযুক্ত আশিকুর রহমান গোসাইবাড়ি গ্রামের আয়নুল হক বেপারির ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
এ ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে আশিকুর রহমানসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে গোসাইবাড়ি বাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজ শুক্রবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ী বাজারের তৌহিদুল ইসলামের চায়ের দোকানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বসেছিলেন। এ অবস্থায় আশিকুর রহমান তাঁর সহযোগীদের নিয়ে ওই চায়ের দোকানে ঢুকে আব্দুস সালামের ওপর হামলা চালিয়ে কিলঘুষি মারতে থাকেন। এ সময় আব্দুস সালামের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আশিক ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আব্দুস সালামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এ বিষয়ে গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোসাইবাড়ি কলেজে আমাকে চাকরি পাইয়ে দেওয়ার কথা দিয়েছিলেন আব্দুস সালাম। কিন্তু পরবর্তীতে চাকরি না দেওয়ার বিষয় নিয়ে তাঁর সঙ্গে বাক্বিতণ্ডা হয়েছে। তাঁকে মারধর করা হয়নি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, যুবলীগ নেতাকে মারধরের বিষয়ে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন যুবলীগ নেতা।
অভিযোগকারী আব্দুস সালাম একই এলাকার চিথুলিয়া গ্রামের মজির উদ্দিনের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
অভিযুক্ত আশিকুর রহমান গোসাইবাড়ি গ্রামের আয়নুল হক বেপারির ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
এ ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে আশিকুর রহমানসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে গোসাইবাড়ি বাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজ শুক্রবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ী বাজারের তৌহিদুল ইসলামের চায়ের দোকানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বসেছিলেন। এ অবস্থায় আশিকুর রহমান তাঁর সহযোগীদের নিয়ে ওই চায়ের দোকানে ঢুকে আব্দুস সালামের ওপর হামলা চালিয়ে কিলঘুষি মারতে থাকেন। এ সময় আব্দুস সালামের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আশিক ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আব্দুস সালামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এ বিষয়ে গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গোসাইবাড়ি কলেজে আমাকে চাকরি পাইয়ে দেওয়ার কথা দিয়েছিলেন আব্দুস সালাম। কিন্তু পরবর্তীতে চাকরি না দেওয়ার বিষয় নিয়ে তাঁর সঙ্গে বাক্বিতণ্ডা হয়েছে। তাঁকে মারধর করা হয়নি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, যুবলীগ নেতাকে মারধরের বিষয়ে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত ও পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেদ্বারে দ্বারে ঘুরেও কোনো সরকারি ভাতা না পাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের বিধবা মোছা. শাহীদা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ডেকে নিয়ে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
২৫ মিনিট আগেনিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম রহিম মোল্লা। খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রী আকলিমা বেগমসহ দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কাছেই পুড়ি-সিঙারা বিক্রি করতেন।
১ ঘণ্টা আগেপাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিটের ঘটনার এক দিন পরে যুবদলের সেই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি হলেন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পাবনা জেলা যুবদলের
১ ঘণ্টা আগে