বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধন (৬) হত্যা মামলায় গ্রেপ্তার সুকুমার দাসকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সুকুমার দাসকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে বন্ধনের বাবা রবিদাস বাদী হয়ে সকুমার দাসকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই তয়ন কুমার বলেন, ‘গ্রেপ্তার সুকুমারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও সুকুমার মুখ খুলছেন না। বারবার বলছে আমার ভুল হয়ে গেছে। সুকুমারকে অনেকে মানসিক রোগী বলে দাবি করলেও এর প্রমাণ পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, রবিদাসের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে তাঁর স্ত্রী কাকলী দাসের মামা সুকুমার। মামা-ভাগনির পারিবারিক বিরোধের জের ধরে সুকুমার এই হত্যাকাণ্ড ঘটান। তবে পারিবারিক বিরোধের বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের শশীবদন গ্রামে মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধনকে তার মায়ের মামা সুকুমার ঘরে ডেকে নিয়ে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরপরই সুকুমারকে পুলিশ আটক করে এবং তাঁর তথ্য মতে বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটা কাঁচি জব্দ করে।
বগুড়ায় মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধন (৬) হত্যা মামলায় গ্রেপ্তার সুকুমার দাসকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সুকুমার দাসকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে বন্ধনের বাবা রবিদাস বাদী হয়ে সকুমার দাসকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তয়ন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই তয়ন কুমার বলেন, ‘গ্রেপ্তার সুকুমারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও সুকুমার মুখ খুলছেন না। বারবার বলছে আমার ভুল হয়ে গেছে। সুকুমারকে অনেকে মানসিক রোগী বলে দাবি করলেও এর প্রমাণ পাওয়া যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, রবিদাসের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে তাঁর স্ত্রী কাকলী দাসের মামা সুকুমার। মামা-ভাগনির পারিবারিক বিরোধের জের ধরে সুকুমার এই হত্যাকাণ্ড ঘটান। তবে পারিবারিক বিরোধের বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের শশীবদন গ্রামে মায়ের সঙ্গে হরিবাসর অনুষ্ঠানে বেড়াতে আসা শিশু বন্ধনকে তার মায়ের মামা সুকুমার ঘরে ডেকে নিয়ে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরপরই সুকুমারকে পুলিশ আটক করে এবং তাঁর তথ্য মতে বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধান কাটা কাঁচি জব্দ করে।
রাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় শালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দি করে পিটিয়ে আহত করে। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার..
১৯ মিনিট আগেচাঁদপুরে তালিকাভুক্ত খামারির সংখ্যা ৩ হাজার ৭৭০ জন। তাদের খামারে উৎপাদিত হয়েছে ৪২ হাজার ৪৯৭টি গরু এবং ১৯ হাজার ৬০১টি ছাগল, ভেড়া ও অন্যান্য পশু। এর মধ্যে ষাঁড় ২৪ হাজার ২৪৭ টি, বলদ ৭ হাজার ৭৮১ টি, গাভী ১০ হাজার ৪৬৯ টি, মহিষ ২১৭ টি, ছাগল ১৮ হাজার ৪৫৮ টি, ভেড়া ৮৩০টি ও অন্যান্য পশু ৯৬ টি।
২২ মিনিট আগেশিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও বেতন ভাতা মেলেনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক...
২৩ মিনিট আগেঅসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির...
১ ঘণ্টা আগে