Ajker Patrika

বগুড়ায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে সড়কের পিচ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২০: ০৪
বগুড়ায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে সড়কের পিচ

বগুড়ায় প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সড়কে পড়ে যাচ্ছে ভারী যানবাহনের ছাপ। মোটরসাইকেলসহ দুই চাকার যানগুলোতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রাসহ পরিবহন সংশ্লিষ্টরা।

আজ বুধবার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কে পিচ গলতে দেখা গেছে। আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী— বেলা ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকাসহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে দেখা গেছে, সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা, গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক।

কয়েক দিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ ঘামতে দেখা গেছে। কিন্তু আজ দুপুরে উপজেলার গেটের সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে। পিছলে যাচ্ছে মোটরসাইকেলের চাকা।

স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার চালক ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে যাত্রী নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারে আসার সময় আমার গাড়ির চাকার পাংচার হয়ে যায়। পরে চাকা পরীক্ষা করে দেখি চাকাতে রাস্তার পিচ গলে আটকে আছে।’

প্রচণ্ড তাপে বগুড়ার বিভিন্ন সড়কের পিচ গলতে শুরু করেছে। ছবি: আজকের পত্রিকাস্থানীয় যুবক নেহাল আহম্মেদ বলেন, ‘গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সেই গলে যাওয়া সড়কের ওপর দিয়ে হাঁটতে গেলে জুতা আটকে যাচ্ছে।’

স্থানীয় ও বিভিন্ন পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তাপমাত্রা বাড়ার কারণে সড়কে পিচ গলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত