ফ্রিল্যান্সিংয়ে কোটিপতি পরিবারের গল্প
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পারেরহাট উত্তরবঙ্গের আর দশটা গ্রামের মতোই ঘটনাহীন একটি গ্রাম। প্রচুর আম-কাঁঠালের গাছ, বাঁশঝাড় আর দিগন্তবিস্তারী ফসলের মাঠ। তাতে তামাক আর ধান চাষ হয় বেশি। এমন একটি গ্রামের মানুষ রায়হান মিয়া। বিশাল পরিবার নিয়ে তিনি সেখানেই থাকেন। পরিবারে আছে দাদি, বাবা, মা, ছয় ভাই ও তাঁদের