পরিবারের গল্প
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পারেরহাট উত্তরবঙ্গের আর দশটা গ্রামের মতোই ঘটনাহীন একটি গ্রাম। প্রচুর আম-কাঁঠালের গাছ, বাঁশঝাড় আর দিগন্তবিস্তারী ফসলের মাঠ। তাতে তামাক আর ধান চাষ হয় বেশি। এমন একটি গ্রামের মানুষ রায়হান মিয়া। বিশাল পরিবার নিয়ে তিনি সেখানেই থাকেন। পরিবারে আছে দাদি, বাবা, মা, ছয় ভাই ও তাঁদের স্ত্রী-সন্তান, সঙ্গে নিজের দুই মেয়ে ও স্ত্রী। পুরো পরিবারের দেখভালের দায়িত্ব তাঁর। স্কুলজীবন থেকে রায়হানকে পড়াশোনার পাশাপাশি আয়ের পথ খুঁজতে হয়েছে। কৃষক বাবা বিশাল পরিবারের দেখভাল করতে হিমশিম খেতেন। রায়হান কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি পাস করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেন।
যেভাবে ফ্রিল্যান্সার
ইউটিউব ও গুগল ঘেঁটে রায়হান জানতে পারেন, ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখার জন্য তিনি ২০১২ সালে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইন কোর্স সম্পন্ন করেন। কিন্তু কাজের দেখা পাচ্ছিলেন না একদমই। ২০১২ থেকে ২০১৪ সালের মাঝামাঝি। ফ্রিল্যান্সিংয়ে একটি টাকাও আয় হয়নি তাঁর। ২০১৪ সালের শেষের দিকে আমেরিকান এক বায়ার তাঁকে প্রতি সপ্তাহে ৪৮০ ডলারের একটি কাজ দেন। এরপরের ইতিহাস সাফল্যের সিঁড়ি বেয়ে শুধুই ওঠা।
সাফল্যের ফিরিস্তি
১৫ বছর ধরে রায়হান আউট অব মার্কেটপ্লেসে কাজ করছেন। এর মধ্যে ১৪ বছর টপ রেটেড প্লাস ৩ শতাংশ স্ট্যাটাস বজায় রেখে ৭০০-র বেশি প্রজেক্ট করে ৪ কোটি টাকার বেশি আয় করেছেন। আউট অব মার্কেটপ্লেসে তাঁর আয় প্রায় ১ কোটি টাকা! তিনি মূলত লিড জেনারেশন, ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডেটা অটোমেশন ইত্যাদি বিষয়ের ওপর কাজ করেন। সাদিয়া আইটি নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। এই প্রতিষ্ঠানে ১৫ জন ফ্রিল্যান্সার ফুলটাইম কাজ করেন। এখান থেকে শতাধিক মানুষ ফ্রিল্যান্সিং শিখে কর্মজীবনে সাফল্য পেয়েছেন।
পরিবারের ভাগ্যবদলের ভাবনা
বড় বড় প্রজেক্টে অসংখ্য লোকের প্রয়োজন হয় রায়হানের। এখান থেকেই আসে পরিবারের সদস্যদের ফ্রিল্যান্সার তৈরি করার ভাবনা। এতে একদিকে লোকবলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে পরিবারের সদস্যরাও স্বাবলম্বী হয়ে উঠবে। এ ভাবনা থেকেই শুরু হয় পরিবারের সদস্যদের ফ্রিল্যান্সিং শেখানো। সবাই একই জায়গায় থাকার কারণে কাজটা বুঝে নেওয়া, সমস্যা হলে সমাধান করাসহ অনেক কিছুতেই বাড়তি সুবিধা পান রায়হান।
শুধু রেদোয়ান ও রিপন মিয়াই নন; ভাগনে জুয়েল রানা, ভাই আবদুল্লাহ আল মারজান ও শ্যালক সাকিব হাসানকেও ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা আয় করার পথ দেখিয়েছেন রায়হান মিয়া। তাঁদের মধ্যে জুয়েল আপওয়ার্ক টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ফাইবারে লেভেল ২ সেলার। ফ্রিল্যান্সিংয়ে তাঁর এখন পর্যন্ত মোট আয় ৩০ লাখ টাকার বেশি। ডিজিটাল মার্কেটিংয়ের একটি সেক্টরের লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, ডেটা মাইনিং, লিস্ট বিল্ডিং, লিংকডইন প্রসপেক্টিং, ই-মেইল লিস্ট বিল্ডিং, কন্টাক্ট লিস্ট বিল্ডিং ইত্যাদি নিয়ে কাজ করেন তিনি। আবদুল্লাহ আল মারজান বিটুবি লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, ডেটা মিনিং, ই-কমার্স লিড ইত্যাদি বিষয়ে কাজ করে গত দুই বছরে আয় করেছেন ৩ লাখ টাকার বেশি। আর সাকিব হাসান আপওয়ার্ক টপ রেটেড ফ্রিল্যান্সার। এ পর্যন্ত আয় করেছেন ৫ লাখ টাকার বেশি। সাকিব ডিজিটাল মার্কেটিংয়ের বিটুবি লিড-জেনারেশন, ডেটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ই-মেইল মার্কেটিংয়ের ওপর কাজ করছেন।
সব কৃতিত্ব বড় ভাইয়ের
—রেদোয়ান আলী
রায়হানের তৃতীয় ভাই রেদোয়ান আলী। বড় ভাইয়ের কাছে ফ্রিল্যান্সিং শিখে ২০২০ সাল থেকে মার্কেটপ্লেসে কাজ করছেন। ২০২২ সাল থেকে পুরোদমে ফ্রিল্যান্সিং শুরু করেন। ডিজিটাল মার্কেটিংয়ের লিড জেনারেশন তাঁর কাজ। এ পর্যন্ত তিনি ফ্রিল্যান্সিং করে ৩০ লাখ টাকার বেশি আয় করেছেন। মাসে তাঁর আয় লাখ টাকার ওপরে। রায়হানের কাজ দেখে ভালো লেগে যায় রেদোয়ানের। এরপর ভাইয়ের পরামর্শেই শিখতে শুরু করেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। বিশ্বাস ছিল তিনি সফল হতে পারবেন। এখন রেদোয়ান আপওয়ার্ক টপ রেটেড ফ্রিল্যান্সার। এ বছরের প্রথম তিন মাসে ৮ হাজার ডলার আয় করেছেন তিনি। রেদোয়ান আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইনে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থকে ডিপ্লোমা পাস করেছেন।
দুই বছরে প্রায় ২২ লাখ টাকা আয় করেছি
—রিপন মিয়া
ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, ডেটা এন্ট্রি—এসব বিষয়ের ওপর কাজ করে গত দুই বছরে মো. রিপন মিয়া আয় করেছেন ২২ লাখ টাকার বেশি। ফ্রিল্যান্সিংয়ের জগতে মামা রায়হান মিয়ার হাত ধরে তাঁর যাত্রা। প্রতি মাসে মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে থেকে ৮০ থেকে ৯০ হাজার টাকা আয় করেন তিনি। রিপন ফাইবারে লেভেল ২ সেলার। গড় রেটিং ৪.৯। ফাইবারে ৫০০টির বেশি প্রজেক্ট সফলভাবে শেষ করেছেন। একসময় যিনি অভাবের তাড়নায় হন্যে হয়ে চাকরি খুঁজেছেন, ফ্রিল্যান্সিং করে সেই রিপন মিয়া এখন বাড়ি করেছেন, কিনেছেন বাইক।
পরিবারের গল্প
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পারেরহাট উত্তরবঙ্গের আর দশটা গ্রামের মতোই ঘটনাহীন একটি গ্রাম। প্রচুর আম-কাঁঠালের গাছ, বাঁশঝাড় আর দিগন্তবিস্তারী ফসলের মাঠ। তাতে তামাক আর ধান চাষ হয় বেশি। এমন একটি গ্রামের মানুষ রায়হান মিয়া। বিশাল পরিবার নিয়ে তিনি সেখানেই থাকেন। পরিবারে আছে দাদি, বাবা, মা, ছয় ভাই ও তাঁদের স্ত্রী-সন্তান, সঙ্গে নিজের দুই মেয়ে ও স্ত্রী। পুরো পরিবারের দেখভালের দায়িত্ব তাঁর। স্কুলজীবন থেকে রায়হানকে পড়াশোনার পাশাপাশি আয়ের পথ খুঁজতে হয়েছে। কৃষক বাবা বিশাল পরিবারের দেখভাল করতে হিমশিম খেতেন। রায়হান কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি পাস করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেন।
যেভাবে ফ্রিল্যান্সার
ইউটিউব ও গুগল ঘেঁটে রায়হান জানতে পারেন, ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিংয়ের কাজ শেখার জন্য তিনি ২০১২ সালে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইন কোর্স সম্পন্ন করেন। কিন্তু কাজের দেখা পাচ্ছিলেন না একদমই। ২০১২ থেকে ২০১৪ সালের মাঝামাঝি। ফ্রিল্যান্সিংয়ে একটি টাকাও আয় হয়নি তাঁর। ২০১৪ সালের শেষের দিকে আমেরিকান এক বায়ার তাঁকে প্রতি সপ্তাহে ৪৮০ ডলারের একটি কাজ দেন। এরপরের ইতিহাস সাফল্যের সিঁড়ি বেয়ে শুধুই ওঠা।
সাফল্যের ফিরিস্তি
১৫ বছর ধরে রায়হান আউট অব মার্কেটপ্লেসে কাজ করছেন। এর মধ্যে ১৪ বছর টপ রেটেড প্লাস ৩ শতাংশ স্ট্যাটাস বজায় রেখে ৭০০-র বেশি প্রজেক্ট করে ৪ কোটি টাকার বেশি আয় করেছেন। আউট অব মার্কেটপ্লেসে তাঁর আয় প্রায় ১ কোটি টাকা! তিনি মূলত লিড জেনারেশন, ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডেটা অটোমেশন ইত্যাদি বিষয়ের ওপর কাজ করেন। সাদিয়া আইটি নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। এই প্রতিষ্ঠানে ১৫ জন ফ্রিল্যান্সার ফুলটাইম কাজ করেন। এখান থেকে শতাধিক মানুষ ফ্রিল্যান্সিং শিখে কর্মজীবনে সাফল্য পেয়েছেন।
পরিবারের ভাগ্যবদলের ভাবনা
বড় বড় প্রজেক্টে অসংখ্য লোকের প্রয়োজন হয় রায়হানের। এখান থেকেই আসে পরিবারের সদস্যদের ফ্রিল্যান্সার তৈরি করার ভাবনা। এতে একদিকে লোকবলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে পরিবারের সদস্যরাও স্বাবলম্বী হয়ে উঠবে। এ ভাবনা থেকেই শুরু হয় পরিবারের সদস্যদের ফ্রিল্যান্সিং শেখানো। সবাই একই জায়গায় থাকার কারণে কাজটা বুঝে নেওয়া, সমস্যা হলে সমাধান করাসহ অনেক কিছুতেই বাড়তি সুবিধা পান রায়হান।
শুধু রেদোয়ান ও রিপন মিয়াই নন; ভাগনে জুয়েল রানা, ভাই আবদুল্লাহ আল মারজান ও শ্যালক সাকিব হাসানকেও ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা আয় করার পথ দেখিয়েছেন রায়হান মিয়া। তাঁদের মধ্যে জুয়েল আপওয়ার্ক টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ফাইবারে লেভেল ২ সেলার। ফ্রিল্যান্সিংয়ে তাঁর এখন পর্যন্ত মোট আয় ৩০ লাখ টাকার বেশি। ডিজিটাল মার্কেটিংয়ের একটি সেক্টরের লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, ডেটা মাইনিং, লিস্ট বিল্ডিং, লিংকডইন প্রসপেক্টিং, ই-মেইল লিস্ট বিল্ডিং, কন্টাক্ট লিস্ট বিল্ডিং ইত্যাদি নিয়ে কাজ করেন তিনি। আবদুল্লাহ আল মারজান বিটুবি লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, ডেটা মিনিং, ই-কমার্স লিড ইত্যাদি বিষয়ে কাজ করে গত দুই বছরে আয় করেছেন ৩ লাখ টাকার বেশি। আর সাকিব হাসান আপওয়ার্ক টপ রেটেড ফ্রিল্যান্সার। এ পর্যন্ত আয় করেছেন ৫ লাখ টাকার বেশি। সাকিব ডিজিটাল মার্কেটিংয়ের বিটুবি লিড-জেনারেশন, ডেটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ই-মেইল মার্কেটিংয়ের ওপর কাজ করছেন।
সব কৃতিত্ব বড় ভাইয়ের
—রেদোয়ান আলী
রায়হানের তৃতীয় ভাই রেদোয়ান আলী। বড় ভাইয়ের কাছে ফ্রিল্যান্সিং শিখে ২০২০ সাল থেকে মার্কেটপ্লেসে কাজ করছেন। ২০২২ সাল থেকে পুরোদমে ফ্রিল্যান্সিং শুরু করেন। ডিজিটাল মার্কেটিংয়ের লিড জেনারেশন তাঁর কাজ। এ পর্যন্ত তিনি ফ্রিল্যান্সিং করে ৩০ লাখ টাকার বেশি আয় করেছেন। মাসে তাঁর আয় লাখ টাকার ওপরে। রায়হানের কাজ দেখে ভালো লেগে যায় রেদোয়ানের। এরপর ভাইয়ের পরামর্শেই শিখতে শুরু করেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। বিশ্বাস ছিল তিনি সফল হতে পারবেন। এখন রেদোয়ান আপওয়ার্ক টপ রেটেড ফ্রিল্যান্সার। এ বছরের প্রথম তিন মাসে ৮ হাজার ডলার আয় করেছেন তিনি। রেদোয়ান আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইনে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থকে ডিপ্লোমা পাস করেছেন।
দুই বছরে প্রায় ২২ লাখ টাকা আয় করেছি
—রিপন মিয়া
ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, ডেটা এন্ট্রি—এসব বিষয়ের ওপর কাজ করে গত দুই বছরে মো. রিপন মিয়া আয় করেছেন ২২ লাখ টাকার বেশি। ফ্রিল্যান্সিংয়ের জগতে মামা রায়হান মিয়ার হাত ধরে তাঁর যাত্রা। প্রতি মাসে মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে থেকে ৮০ থেকে ৯০ হাজার টাকা আয় করেন তিনি। রিপন ফাইবারে লেভেল ২ সেলার। গড় রেটিং ৪.৯। ফাইবারে ৫০০টির বেশি প্রজেক্ট সফলভাবে শেষ করেছেন। একসময় যিনি অভাবের তাড়নায় হন্যে হয়ে চাকরি খুঁজেছেন, ফ্রিল্যান্সিং করে সেই রিপন মিয়া এখন বাড়ি করেছেন, কিনেছেন বাইক।
ফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
২ ঘণ্টা আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১০ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
১৮ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
১৯ ঘণ্টা আগে