পরিবার
মা-বাবা, ছোট দুই ভাই আর এক বোন নিয়ে তাঁর পরিবার। গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তবে এখন ফারজুক আহমদ পরিবার নিয়ে বসবাস করেন সিলেট সদরের মেজরটিলা এলাকায়।
৫ ডলারে শুরু
স্বপ্ন ছিল চিকিৎসক হবেন। কিন্তু পড়ালেখার পাশাপাশি শেখ কামাল আইটি প্রকল্পে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ নিয়ে ফারজুক হয়েছেন একজন সফল ফ্রিল্যান্সার। প্রশিক্ষণ থেকে ফিরে ফারজুক গুগল ও ইউটিউবে ফ্রিল্যান্সিং শেখার জন্য সময় দিয়েছেন প্রচুর। এভাবেই তিনি সফল হয়ে ওঠেন। রেডিট সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইট প্রমোট করার একটি ৫ ডলারের কাজ দিয়ে ফাইভার মার্কেটপ্লেসে আয় শুরু হয় ফারজুকের। এরপর ২০০ ডলারের মাসিক কাজ পান তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
প্রশিক্ষক হিসেবে বাজিমাত
ফারজুক একজন ডিজিটাল মার্কেটার। মূলত ফেসবুক ও গুগল অ্যাডস এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে তাঁর কাজ। তিনি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং (বেসিক টু অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল মডিউল) অফলাইনে কোর্স করান। তাঁর কোর্সের দৈর্ঘ্য ৬ মাস। তিনি মনে করেন, অফলাইন কোর্সে সাফল্যের হার বেশি। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ফারজুক আড়াই হাজারের বেশি মানুষকে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দিয়েছেন। প্রতি ব্যাচে ৪০ জনকে প্রশিক্ষণ দেন। এরই মধ্যে প্রায় ৪৫টি ব্যাচের প্রশিক্ষণ শেষ করেছেন। প্রতি ব্যাচে ৪ জনকে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান। ফারজুকের কাছে ফ্রিল্যান্সিং শিখে লাখ টাকা আয় করছেন এমন একাধিক শিক্ষার্থী আছেন দেশের বিভিন্ন প্রান্তে।
ওয়ান ম্যান সলিউশন
ফারজুকের প্রতিষ্ঠানের নাম ওয়ান ম্যান সলিউশন। ২০২০ সালের করোনাকালে একা সামলাতে না পেরে তিনি ৪ জনের একটি টিম তৈরি করেন। তাঁরা অনলাইনে কোর্স করাতেন। এখন এই টিমের সদস্যসংখ্যা ১২। ওয়ান ম্যান সলিউশনে কর্মরতদের জন্য প্রতি মাসে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়। তিনি মূলত তাঁর সংগ্রহ করা কাজগুলো প্রতিষ্ঠানের কর্মীদের দিয়ে করিয়ে নেন। ফারজুক সিলেট জেলার বিএফডিএসের চেয়ারম্যান। এই সংগঠনের মাধ্যমে ট্রেনিং, ব্যাংক ও সোশ্যাল মিডিয়া সাপোর্ট ইত্যাদি দেওয়া হয়।
কোয়ালিটি বজায় রাখা
আয়ের চেয়ে গুণগত মানসম্পন্ন কাজের প্রতি ফারজুকের নজর বেশি। তিনি বিশ্বাস করেন, কাজ ভালো হলে আয় হবেই। পাঁচটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে তিনি এখন কাজ করছেন। প্রায় দুই হাজার ইউনিক কাস্টমারের প্রকল্প সফলভাবে শেষ করেছেন। কোটি টাকা আয় হলেও তাঁর অনেকটাই ব্যয় করতে হয়েছে তাঁকে। তাতেও অসন্তুষ্টি নেই। ফাইভারে তাঁর অবস্থান লেভেল-২। এখানে অ্যাকাউন্ট খোলার দুই দিনের মাথায় কাজ পান তিনি। মাত্র ২২ বছর বয়সে ফ্রিল্যান্সিংয়ে তাঁর আয় কোটির ঘর স্পর্শ করে।
লড়াকু যোদ্ধা
ফারজুক এক লড়াকু যোদ্ধা। সাফল্য না পাওয়া পর্যন্ত প্রবল জেদে কাজের পেছনে একটানা লেগে থাকেন তিনি। ফলে সময় লাগলেও সাফল্য ধরা দেয় হাতের মুঠোয়। এ জন্য ফ্রিল্যান্সিং শুরুর প্রথম দিকে বন্ধুদের সঙ্গে যোগাযোগে কিছুটা বিঘ্ন ঘটে।
পুরস্কারের ছড়াছড়ি
২০২১ সালে সিলেট জেলার সেরা ফ্রিল্যান্সার হিসেবে ফারজুক পান বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড, ২০২২ সালে পান ইনফো-সরকার পেজ-৩ প্রজেক্টে বেস্ট ফ্রিল্যান্সার ফ্রম সিলেট ডিভিশন অ্যাওয়ার্ড, সে বছরেই পান রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড। ২০২৩ সালে বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর ফ্রম অল ওভার বাংলাদেশ হিসেবে পান ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড, ২০২৩ সালে সিলেট বিভাগের সেরা ফ্রিল্যান্সার হিসেবে পান এনএফকন ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড। এ ছাড়া ফারজুক এ বছর বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর ফ্রম অল ওভার বাংলাদেশ ক্যাটাগরিতে ডিজিটাল সার্ভিসেস অ্যাওয়ার্ড জিতে নেন।
শুধু দেশেই নয়, বিদেশেও পুরস্কৃত হয়েছেন ফারজুক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা থেকে পেয়েছেন মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড, মালদ্বীপ থেকে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং নেপাল থেকে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড।
নতুনদের জন্য পরামর্শ
ভবিষ্যতের ভাবনা
পড়াশোনা শেষ করে আইটি বিষয়ে পিএইচডি করবেন বলে জানিয়েছেন ফারজুক। ওয়ান ম্যান সলিউশনে কমপক্ষে ২০০ জনের কাজের সংস্থান করবেন তিনি। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষকে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে তোলার আশা তাঁর।
পরিবার
মা-বাবা, ছোট দুই ভাই আর এক বোন নিয়ে তাঁর পরিবার। গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তবে এখন ফারজুক আহমদ পরিবার নিয়ে বসবাস করেন সিলেট সদরের মেজরটিলা এলাকায়।
৫ ডলারে শুরু
স্বপ্ন ছিল চিকিৎসক হবেন। কিন্তু পড়ালেখার পাশাপাশি শেখ কামাল আইটি প্রকল্পে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ নিয়ে ফারজুক হয়েছেন একজন সফল ফ্রিল্যান্সার। প্রশিক্ষণ থেকে ফিরে ফারজুক গুগল ও ইউটিউবে ফ্রিল্যান্সিং শেখার জন্য সময় দিয়েছেন প্রচুর। এভাবেই তিনি সফল হয়ে ওঠেন। রেডিট সোশ্যাল মিডিয়ায় ওয়েবসাইট প্রমোট করার একটি ৫ ডলারের কাজ দিয়ে ফাইভার মার্কেটপ্লেসে আয় শুরু হয় ফারজুকের। এরপর ২০০ ডলারের মাসিক কাজ পান তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
প্রশিক্ষক হিসেবে বাজিমাত
ফারজুক একজন ডিজিটাল মার্কেটার। মূলত ফেসবুক ও গুগল অ্যাডস এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে তাঁর কাজ। তিনি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং (বেসিক টু অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল মডিউল) অফলাইনে কোর্স করান। তাঁর কোর্সের দৈর্ঘ্য ৬ মাস। তিনি মনে করেন, অফলাইন কোর্সে সাফল্যের হার বেশি। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ফারজুক আড়াই হাজারের বেশি মানুষকে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দিয়েছেন। প্রতি ব্যাচে ৪০ জনকে প্রশিক্ষণ দেন। এরই মধ্যে প্রায় ৪৫টি ব্যাচের প্রশিক্ষণ শেষ করেছেন। প্রতি ব্যাচে ৪ জনকে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান। ফারজুকের কাছে ফ্রিল্যান্সিং শিখে লাখ টাকা আয় করছেন এমন একাধিক শিক্ষার্থী আছেন দেশের বিভিন্ন প্রান্তে।
ওয়ান ম্যান সলিউশন
ফারজুকের প্রতিষ্ঠানের নাম ওয়ান ম্যান সলিউশন। ২০২০ সালের করোনাকালে একা সামলাতে না পেরে তিনি ৪ জনের একটি টিম তৈরি করেন। তাঁরা অনলাইনে কোর্স করাতেন। এখন এই টিমের সদস্যসংখ্যা ১২। ওয়ান ম্যান সলিউশনে কর্মরতদের জন্য প্রতি মাসে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়। তিনি মূলত তাঁর সংগ্রহ করা কাজগুলো প্রতিষ্ঠানের কর্মীদের দিয়ে করিয়ে নেন। ফারজুক সিলেট জেলার বিএফডিএসের চেয়ারম্যান। এই সংগঠনের মাধ্যমে ট্রেনিং, ব্যাংক ও সোশ্যাল মিডিয়া সাপোর্ট ইত্যাদি দেওয়া হয়।
কোয়ালিটি বজায় রাখা
আয়ের চেয়ে গুণগত মানসম্পন্ন কাজের প্রতি ফারজুকের নজর বেশি। তিনি বিশ্বাস করেন, কাজ ভালো হলে আয় হবেই। পাঁচটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে তিনি এখন কাজ করছেন। প্রায় দুই হাজার ইউনিক কাস্টমারের প্রকল্প সফলভাবে শেষ করেছেন। কোটি টাকা আয় হলেও তাঁর অনেকটাই ব্যয় করতে হয়েছে তাঁকে। তাতেও অসন্তুষ্টি নেই। ফাইভারে তাঁর অবস্থান লেভেল-২। এখানে অ্যাকাউন্ট খোলার দুই দিনের মাথায় কাজ পান তিনি। মাত্র ২২ বছর বয়সে ফ্রিল্যান্সিংয়ে তাঁর আয় কোটির ঘর স্পর্শ করে।
লড়াকু যোদ্ধা
ফারজুক এক লড়াকু যোদ্ধা। সাফল্য না পাওয়া পর্যন্ত প্রবল জেদে কাজের পেছনে একটানা লেগে থাকেন তিনি। ফলে সময় লাগলেও সাফল্য ধরা দেয় হাতের মুঠোয়। এ জন্য ফ্রিল্যান্সিং শুরুর প্রথম দিকে বন্ধুদের সঙ্গে যোগাযোগে কিছুটা বিঘ্ন ঘটে।
পুরস্কারের ছড়াছড়ি
২০২১ সালে সিলেট জেলার সেরা ফ্রিল্যান্সার হিসেবে ফারজুক পান বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড, ২০২২ সালে পান ইনফো-সরকার পেজ-৩ প্রজেক্টে বেস্ট ফ্রিল্যান্সার ফ্রম সিলেট ডিভিশন অ্যাওয়ার্ড, সে বছরেই পান রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড। ২০২৩ সালে বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর ফ্রম অল ওভার বাংলাদেশ হিসেবে পান ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড, ২০২৩ সালে সিলেট বিভাগের সেরা ফ্রিল্যান্সার হিসেবে পান এনএফকন ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড। এ ছাড়া ফারজুক এ বছর বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর ফ্রম অল ওভার বাংলাদেশ ক্যাটাগরিতে ডিজিটাল সার্ভিসেস অ্যাওয়ার্ড জিতে নেন।
শুধু দেশেই নয়, বিদেশেও পুরস্কৃত হয়েছেন ফারজুক। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা থেকে পেয়েছেন মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড, মালদ্বীপ থেকে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং নেপাল থেকে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড।
নতুনদের জন্য পরামর্শ
ভবিষ্যতের ভাবনা
পড়াশোনা শেষ করে আইটি বিষয়ে পিএইচডি করবেন বলে জানিয়েছেন ফারজুক। ওয়ান ম্যান সলিউশনে কমপক্ষে ২০০ জনের কাজের সংস্থান করবেন তিনি। এ ছাড়া আরও কয়েক হাজার মানুষকে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে তোলার আশা তাঁর।
ফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
২ ঘণ্টা আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
৯ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
১৮ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
১৯ ঘণ্টা আগে